নিজস্ব সংবাদদাতা :- এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের দুর্দশা এবং অপর্যাপ্ত পরিকাঠামোর কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর বক্তব্য, নির্দিষ্ট সময়ের মধ্যে এহেন গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়। ভুলভ্রান্তির সম্ভাবনা থাকবে। সাধারণ মানুষ ভুক্তভোগী হবেন বলেও চিঠিতে উল্লেখ প্রশাসনিক প্রধানের। একইসঙ্গে জাতীয় নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে সিইও দপ্তরকেও একহাত নেন তিনি।বর্তমানে এসআইআর গভীরভাবে বিপজ্জনক জায়গায় পৌঁছেছে। এই ব্যবস্থা শুধুমাত্র প্যানিক বা বিশৃঙ্খলা তৈরি করেনি, ভয়ঙ্কর হয়ে উঠছে। প্রস্তুতি ছাড়াই এই ধরনের ব্যবস্থাপনা প্রথম দিন থেকেই অব্যবস্থা করে তুলছে। প্রশিক্ষণের ফারাক, কী কী ডকুমেন্ট বাধ্যতামূলকভাবে দিতে হবে তা নিয়ে সমন্বয়ের অভাব তৈরি হয়েছে। বুথ লেভেল অফিসারদের উপর মারাত্মক কাজের চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।তিনি আরও লেখেন, এটা কোনওভাবেই অস্বীকার করা যায় না তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই এই কাজ করতে হচ্ছে। পর্যাপ্ত সময় না দেওয়া প্রচুর কাজের চাপ তৈরি করা এবং কোনও সাপোর্ট না থাকা ডেটা এন্ট্রির জন্য এটা গণতন্ত্রে আঘাত তৈরি দিচ্ছে। তাদের সীমানার বাইরে গিয়ে বুথ লেভেল অফিসারদের এখন কাজ করতে হচ্ছে। অনলাইন ফর্ম আপলোড করতে তাদের সব থেকে বড় সমস্যার মুখে পড়তে হচ্ছে কারণ পর্যাপ্ত প্রশিক্ষণ নেই, ডেটা ম্যাচিংয়ের সমস্যা, এমনকি কমিশনের সার্ভার পর্যন্ত সমস্যা তৈরি করছে। কমিশনের তরফে দেওয়া ডেটলাইন ৪ ডিসেম্বরের মধ্যে সব ডেটা আপলোড করার জন্য বুথ লেভেল অফিসারদের উপর চাপ তৈরি করা হচ্ছে ভুল বা সঠিক যাই হোক সেই ডেটা আপলোড করতে হবে। এতে বৈধ ভোটারদের বাদ পড়ে যাওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে ভোটার তালিকা থেকে।
Hindustan TV Bangla Bengali News Portal