Breaking News

রবিবার ফের বন্ধ থাকবে বিদ‍্যাসাগর সেতু! এবার যানচলাচলে কত ঘণ্টার নিষেধাজ্ঞা?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মেরামতির কারণে ফের বন্ধ থাকবে বিদ‍্যাসাগর সেতু। কলকাতা এবং হাওড়াকে সংযোগকারী ব‍্যস্ততম দ্বিতীয় হুগলি সেতু রবিবার ২৩ নভেম্বর সকাল ৬ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত, টানা ৭ ঘণ্টা বন্ধ থাকবে। টানা বেশ কয়েকটি সপ্তাহ ধরেই রবিবার মেরামতির কাজের জন‍্য বন্ধ রাখা হচ্ছে বিদ‍্যাসাগর সেতু। নির্ধারিত সময়সীমা পেরোলেই আবার জনসাধারণের জন‍্য খুলে দেওয়া হবে দ্বিতীয় হুগলি সেতু।হাওড়া, সাঁতরাগাছির বিভিন্ন এলাকার সঙ্গে শহর কলকাতার সড়ক পথে যোগাযোগের অন্যতম মাধ্যম বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। এছাড়া রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের জেরে এই সেতু যথেষ্ট গুরুত্বপূর্ণ। নিত্যদিন প্রায় ছোট বড় মিলিয়ে কয়েক হাজার গাড়ি যাতায়াত করে। বয়সের নিরিখে বিদ্যাসাগর সেতু ২৭ বছরে পা রেখেছে। ৮২৩ মিটার দীর্ঘ এই সেতুটি ভারতে দীর্ঘতম কেবল সেতু। সেতু নির্মাণের পর থেকে ২৭ বছর কেটে গিয়েছে। ফলে সেতু নির্মাণের কাজে ব‍্যবহৃত স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল, ডেক স্ল‍্যাব, এক্সপ‍্যানশন জয়েন্ট প্রভৃতিরও আয়ু ২৫ বছর হয়ে গিয়েছে। সেই কারণেই এখন সেগুলি বদলের প্রয়োজন হয়ে পড়েছে।দ্বিতীয় হুগলি সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা হুগলি রিভার ব্রিজ কমিশন (এইচআরবিসি) গত কয়েক সপ্তাহ ধরে নিয়মিত মেরামতির কাজ করছে। সেই কাজ আরও দ্রুত এবং নিরাপদে শেষ করতেই সপ্তাহের শেষ দিন রবিবারে বেশ কিছুক্ষণ করে বন্ধ রাখা হচ্ছে যান চলাচল। এই সময়ে যাত্রীরা বিকল্প পথ হিসেবে হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *