Breaking News

এসআইআর নিয়ে ফের সুর চড়াল তৃণমূল!দিল্লি যাচ্ছেন ১০ সাংসদের বিশেষ টিম

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এসআইআর আবহে এবার দিল্লিতে বড়সড় প্রতিবাদে তৃণমূল। সোমবার দলের নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তারই প্রস্তুতি শুরু করে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সেই বৈঠকেই ১০ সাংসদের একটি টিম গড়ে দিলেন তিনি। তাদের বিশেষ দায়িত্বও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।সূত্রের খবর, ১০ জনের এই দলে রয়েছেন বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, শতাব্দী রায়, দোলা সেন, মহুয়া মৈত্র, প্রকাশ চিক বরাইক, সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর, সাকেত গোখলে। অভিষেক আরও জানিয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় যেহেতু অসুস্থ, তাই তিনি দিল্লি যেতে পারলে যাবেন, নইলে ৯ সাংসদের উপরই এই ভার দেওয়া হচ্ছে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপির সহকারী সংস্থা হিসাবে কাজ করছে নির্বাচন কমিশন। যেভাবে জোর করে বাংলায় এসআইআর করা হচ্ছে, তাতে এক মাসের কম সময়ে ৩৫ জনকে হারিয়েছি। বিজেপির দম্ভ, ঔদ্ধত্য, অহংকারের জন্যেই এই ঘটনা।‘ তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে তিনজন বিএলও আত্মঘাতী হয়েছেন। কমিশনকে তাঁদের পরিবার দায়ী করেছে। অনেকেই অসুস্থ। আর এই কারণেই বলেছিলাম, এসআইআর বাংলা বিরোধী। মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে।‘ এই অবস্থায় আমরা আমাদের যতটা ক্ষমতা রয়েছে তা দিয়ে মানুষের পাশে থাকবেন বলেও জানান ডায়মন্ড হারবারের সাংসদ। অন্যদিকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ভোটরক্ষা শিবির চলবে বলেও এদিন ভার্চুয়াল বৈঠকে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, ‘যতদিন না চূড়ান্ত তালিকা বেরোয় ততদিন এই শিবির চলবে।‘ কোথাও যাতে আত্মতুষ্টির জায়গা না থাকে সে বিষয়ে বৈঠকে উপস্থিত নেতৃত্বদের স্পষ্ট করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *