Breaking News

এবার দুয়ারে হাসপাতাল!হুগলির প্রত্যন্ত গ্রামে পৌঁছবে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার থেকে প্রত্যন্ত গ্রামে মিলবে অত্যাধুনিক চিকিৎসা। দুয়ারে পৌঁছবে সর্বসুবিধে সম্পন্ন ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাবে উন্নত চিকিৎসা ব্যবস্থা। মিলবে ইসিজি, রক্ত পরীক্ষা, লাইফ সাপোর্ট, অক্সিজেন সহ উন্নত যাবতীয় চিকিৎসা। সঙ্গে সঙ্গে মিলবে রিপোর্ট। একইসঙ্গে থাকছে বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ। থাকবেন প্রশিক্ষিত নার্স সহ টেকনিশিয়ান সকলেই। ভ্রাম্যমাণ এই চিকিৎসা কেন্দ্র মাসের নির্দিষ্ট দিনে পৌঁছে যাবে নির্দিষ্ট গ্রামে। বিনামূল্যে মিলবে রক্ত পরীক্ষা, ইসিজি সহ নানা শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ। যে কোনও রোগের চিকিৎসা করবেন এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের চিকিৎসকরা। প্রতি মাসের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট গ্রামে পৌঁছে যাবে এই চিকিৎসাকেন্দ্র। মানুষের প্রথমিক চিকিৎসাও করবেন এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের ডাক্তাররা।হুগলি জেলার ১৮টি বিধানসভার মধ্যে প্রথমে ১০টি বিধানসভাকে এই ভ্রাম্যমান চিকিৎসাকেন্দ্র দেওয়া হয় স্বাস্থ্য দফতরের তরফে। শনিবার বলাগড় বিধানসভার সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতে এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সদর মহকুমা শাসক অয়ন নাথ, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলি কর-সহ স্থানীয় ব্লক ও পঞ্চায়েতের আধিকারিকরা।এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলি কর বলেন, যে সমস্ত এলাকায় যাতায়াত ব্যবস্থার সমস্যা রয়েছে সেসব জায়গায় এই চিকিৎসাকেন্দ্র পৌঁছে যাবে। গাড়িতে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান সব সময় থাকবেন। গাড়িতেই সমস্ত স্বাস্থ্য পরীক্ষা, ল্যাবরেটরি টেস্ট হবে। পরীক্ষার সঙ্গে সঙ্গেই রোগীর হাতে রিপোর্ট দিয়ে দেওয়া হবে। পাশাপাশি বেসরকারি পরীক্ষাকেন্দ্র থেকে এই সব পরীক্ষা করতে অনেকটাই বেশি টাকা খরচ করতে হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *