Breaking News

২টি জরুরি বিষয়’ নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার কাজে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর বা বাংলা সহায়ক কেন্দ্রের কর্মীদের ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে দেশের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠিয়ে এ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন তিনি। সোমবার বিকেলেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের মাধ্যমে তার ‘মৌখিক ব্যাখ্যা’ এল কমিশনের তরফে।চিঠিতে এসআইআরের কাজে বেসরকারি বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে DEO-দের নির্দেশিকার কথা উল্লেখ করেছেন তৃণমূল নেত্রী। তাঁর বক্তব্য, DEO-দের বলা হয়েছে যাতে ডাটা এন্ট্রির কাজে কোনও ঠিকা কর্মীকে কাজে লাগানো না হয়। সেক্ষেত্রে কর্মীদের দক্ষতা নিয়ে প্রশ্ন থাকবে, কাজে ভুলের আশঙ্কাও থাকবে। অথচ কমিশন নিজে টেন্ডার ডেকে ১০০০ কর্মীকে একবছরের জন্য চুক্তিতে নিয়োগ করা হয়েছে, তাঁদের দক্ষতা কি প্রশ্নাতীত? এহেন দ্বিচারিতা কেন? এই বিষয়টি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গোচরে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় |দ্বিতীয়ত, সম্প্রতি নির্বাচন কমিশন দপ্তর থেকে বেসরকারি আবাসনে ভোটকেন্দ্র করা যাবে কিনা, সে বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে। এনিয়ে তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, সাধারণত সরকারি স্কুল বা কোনও প্রতিষ্ঠানেই ভোটকেন্দ্র হয়, জনসাধারণের প্রবেশের কথা মাথায় রেখে। বেসরকারি আবাসনে তো সকলের প্রবেশাধিকার থাকে না। তাহলে কেন তা ভাবা হচ্ছে? এসব প্রশ্ন তুলে তৃণমূল সুপ্রিমো রাজনৈতিক অভিসন্ধির ইঙ্গিত করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *