দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বাথরুমে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বাথরুমে পড়ে যাওয়ার কারণে তিনি মাথা ও পায়ে গুরুতর চোট পেয়েছেন। তাঁর পায়ের হাড় ভেঙে যাওয়ায় তাঁকে তড়িঘড়ি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এক্স রে, স্ক্যান সহ সব পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকরা পুরোটা পর্যবেক্ষণ করছেন। পায়ে গুরুতর আঘাত লাগায় অস্ত্রোপচার করতে হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, মঙ্গলবার তাঁর পায়ে অস্ত্রোপচার করা হবে।তৃণমূলের সূত্রে জানা গেছে, কুনাল ঘোষ বর্তমানে স্থিতিশীল আছেন এবং চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। পারিবারিক সূত্র জানিয়েছে, ঘটনাটি হঠাৎ হয়েছে। চিকিৎসকরা আশ্বাস দিয়েছেন যে, প্রয়োজনীয় সময় ও চিকিৎসা সাপেক্ষে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।
Hindustan TV Bangla Bengali News Portal