প্রসেনজিৎ ধর, কলকাতা :- একদিকে এসএসসির নতুন চাকরিপ্রার্থীদের আন্দোলন অন্যদিকে পুলিশি ধরপাকড়কে ঘিরে সোমবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নিল ধর্মতলা চত্বর। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী এসএলএসটি–২০২৫ পরীক্ষায় বঞ্চনার অভিযোগে এদিন চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখাতে গেলে তাঁদের সরাতে নামে পুলিশ। অভিযোগ, পুলিশ শান্তিপূর্ণ জমায়েত ভাঙতে বলপ্রয়োগ করেছে। SLST-তে নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞদের জন্য বরাদ্দ অতিরিক্ত ১০ নম্বর বাতিল, শূন্যপদের সংখ্যাবৃদ্ধি-সহ একাধিক দাবিতে সোমবার শারীরশিক্ষা-কর্মশিক্ষা নতুন চাকরিপ্রার্থীরা মিছিল শুরু করেন শিয়ালদহ স্টেশন চত্বর থেকে। গন্তব্য ধর্মতলা। সেখানে বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা। কিন্তু মাঝপথে এসএন ব্যানার্জি রোডে পুলিশ তাঁদের আটকায়। সেখানে প্রতিবাদীদের সঙ্গে চাকরিপ্রার্থীদের হাতাহাতি হয়। কিন্তু পুলিশের ব্যারিকেড সরিয়েই এগিয়ে যায় তাঁদের মিছিল। কিন্তু পরে আবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন SLST নতুন চাকরিপ্রার্থীরা। দফায় দফায় উত্তেজনা ছড়ায়।মিছিল ধর্মতলায় পৌঁছনোর পরও উত্তপ্ত পরিস্থিতির এতটুকু বদল হয়নি। সেখানে অবস্থান বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। সেখান থেকে পুলিশ তাঁদের তুলতে গেলে আরেকদফা সংঘর্ষ বাঁধে। এর জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর। যানজট তৈরি হয়। অতিরিক্ত পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু আন্দোলনকারীদের প্রতিরোধের কাছে হিমশিম খেতে হয় পুলিশকে। পরে অবশ্য অবস্থান তুলে দেওয়া হয় এবং আন্দোলনকারীদের আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। কেউ আবার রাস্তায় শুয়েও বিক্ষোভ দেখান। SLST নতুনদের আন্দোলনে সোমবার ফের রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হল কলকাতায়।
Hindustan TV Bangla Bengali News Portal