প্রসেনজিৎ ধর, কলকাতা :- এবার তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল নির্বাচন কমিশন। বাংলার মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। কেন এই চিঠি, তা ব্যাখ্যাও করেছে কমিশন। তারা জানিয়েছে, কমিশনের সঙ্গে দেখা করতে চেয়ে সময় চেয়েছিল তৃণমূল। তাই কবে তাদের সঙ্গে দেখা করবে, তা জানিয়েই তৃণমূলনেত্রীকে চিঠি দিল কমিশন।এর আগে, তৃণমূলের তরফে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে চাওয়া হয়েছিল। তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে কবে সেই সাক্ষাৎ হবে, তা জানিয়েই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানায় এল নির্বাচন কমিশনের চিঠি। এদিকে, সদ্য সোমবারই মুখ্যনির্বাচন কমিসনার জ্ঞনেশ কুমারকে ভোট পর্ব নিয়ে একটি চিঠি লেখেন মমতা। তারপরই এল কমিশনের তরফের চিঠি। বলা হয়েছে, রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন দেখা করতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিলেন, তার প্রেক্ষিতেই এই বার্তা। চিঠিতে বলা হয়েছে, সব রাজনৈতিক দলের সঙ্গেই সাক্ষাতে প্রস্তুত কমিশন। বলা হয়েছে, তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল কমিশনে গিয়ে সাক্ষাৎ করতে পারে। শুক্রবার ২৮ নভেম্বর ১১টার সময় তৃণমূলের সঙ্গে বৈঠকে রাজি কমিশন।চিঠিতে জানানো হয়েছে, কমিশন সব সময় সব রাজনৈতিক দলের সঙ্গে গঠনমূলক আলোচনা করতে প্রস্তুত। সেই কারণে তৃণমূলের অনুরোধের ভিত্তিতে তাদের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবে কমিশন। পাঁচ সদস্যের প্রতিনিধিদল দিল্লিতে কমিশনের সদর দফতরে গিয়ে দেখা করতে পারে। শুধু তা-ই নয়, প্রতিনিধিদলে কে কে থাকবেন, তাঁদের নাম জানাতেও বলা হয়েছে তৃণমূলকে।
Hindustan TV Bangla Bengali News Portal