দেবরীনা মণ্ডল সাহা :-মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল দিন কয়েক আগে। তবে শেষরক্ষা হল না, সোমবার সকালে চলে গেলেন বলিউডের হি-ম্যান, ধর্মেন্দ্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। ১৯৬০ সালে বলিউডে ডেবিউ করেন ধর্মেন্দ্র। তাঁর প্রথম সিনেমা ‘দিল ভি তেরা হাম ভি তেরে’। ছয় দশক ধরে মাতিয়ে রেখেছেন চলচ্চিত্রপ্রেমী মানুষের মন। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। ‘শোলে’ থেকে ‘ইয়াদোঁ কি বারাত’, ‘ফুল অউর পাত্থর’ থেকে ‘চুপকে চুপকে’, ‘রাম বলরাম’-থেকে হালফিলের ‘রকি অউর রানি কি প্রেম কহানি’, মুগ্ধ করেছেন তিনি। বহু ছবিতে অনবদ্য অভিনয়ে দাগ কেটেছেন দর্শকদের মনে। আগামী ডিসেম্বরে মুক্তির পাবে ধর্মেন্দ্র অভিনীত শেষ ছবি ‘ইক্কিস’। কর্ণ জোহরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-তেও নজর কেড়েছিল তাঁর অভিনয়।১৯৬০ সালে ধর্মেন্দ্রর প্রথম ছবি মুক্তির পর পাঁচ বছরের মধ্যে তিনি প্রায় ২০ টি সিনেমায় অভিনয় করেন। তবে কাঙ্খিত সাফল্য আসে ১৯৬৬ এ। বক্স অফিসে ধর্মেন্দ্রর ‘ফুল অউর পাত্থর’ সুপার-ডুপার হিট। রিলিজ করার পরই তাঁর ফিল্মি কেরিয়ারগ্রাফ চড়চড় করে চড়তে থাকে। সত্যকাম, শোলে, আঁখে, কর্তব্য-র মত ছবিতে মন কাড়েন তিনি। সহজেই মহিলামহলের হার্টথ্রব হয়ে ওঠেন। মাত্র ১৯ বছর বয়সে প্রথম বিয়ে
করেছিলেন তিনি। স্ত্রী প্রকাশ কৌর। প্রথম পক্ষের স্ত্রী ও ধর্মেন্দ্রর চার সন্তান। সানি দেওল, ববি দেওল, অজিতা দেওল এবং বিজেতা দেওল। এরপর ১৯৮০ সালে ধর্মেন্দ্র বিয়ে করেন ‘ড্রিমগার্ল’ হেমা মালিনীকে। এষা দেওল এবং অহনা দেওল ধর্মেন্দ্র-হেমার সন্তান।হিন্দি ছবির ‘হি-ম্যানে’র প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, “ধর্মেন্দ্রজির প্রয়াণে ভারতীয় সিনেমার একটি যুগের অবসান হল। তিনি ছিলেন একজন আইকনিক চলচ্চিত্র ব্যক্তিত্ব, একজন অসাধারণ অভিনেতা যিনি তাঁর অভিনীত প্রতিটি চরিত্রে আশ্চর্য আকর্ষণ এবং গভীরতা এনেছিলেন। তিনি যে ভঙ্গিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন, তা অসংখ্য মানুষের মনে দাগ কেটেছিল। ধর্মেন্দ্রজি তাঁর সরলতা, নম্রতা এবং উষ্ণতার জন্যও সমানভাবে প্রশংসিত ছিলেন। এই দুঃখের মুহূর্তে আমার সমবেদনা রইল তার পরিবার, বন্ধুবান্ধব এবং অসংখ্য ভক্তদের প্রতি। ওম শান্তি।”এদিন সকালে হঠাৎই মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে বাড়ে নিরাপত্তা। শ্মশানঘাটে পৌঁছান হেমা মালিনি, সানি দেওয়াল, ববি দেওয়াল-সহ গোটা পরিবার। শ্মশানে দেখা যায় অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খানের মতো একাধিক বলি তারকাকে।কিংবদন্তি অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লিখেছেন, ‘কিংবদন্তি অভিনেতা-নায়ক ধর্মেন্দ্রজির প্রয়াণে গভীরভাবে শোকাহত। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ধর্মেন্দ্রজির পরিবার, বন্ধুবান্ধব, ভক্তমহলের প্রতি আমার সমবেদনা রইল। হেমা মালিনীজি ও পুত্রকন্যারা তাঁর সমৃদ্ধ উত্তরাধিকার বহন করবেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।’
Hindustan TV Bangla Bengali News Portal