দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজারহাটে মর্মান্তিক দুর্ঘটনা। সরকারি বাসের ধাক্কায় কাটা পড়ল তরুণীর হাত। এখানেই শেষ নয়, ওই অবস্থাতেই দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকলেন তিনি। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় নিউটাউনের সিটি সেন্টার ২ এর সামনে। ঘটনার পরেই ছুটে আসে পুলিশ। গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া অবধি তরুণীর অবস্থা সঙ্কটজনক।জানা যাচ্ছে, বছর ২৫ এর ওই তরুণীর নাম প্রতিশ্রুতি রায় চৌধুরী। সে দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা। স্থানীয়দের দাবি, মঙ্গলবার সকাল ১০ টার কিছু পড়ে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। ওই তরুণী বন্ধুর সঙ্গে বাইকে চেপে নিউ টাউন সিটি সেন্টার ২ এর পাশের সার্ভিস রোড থেকে মেন রোডের দিকে যাচ্ছিলেন। সেই সময় কৈখালির দিক থেকে নারকেলবাগানের দিকে একটি বাস আসছিল। স্থানীয়দের অভিযোগ, দ্রুত গতিতে ধেয়ে আসছিল বাসটি। এই অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাইক চালক। বাসের ধাক্কায় একেবারে ছিটকে পড়েন দুজন। সেই সময় ওই তরুণীর হাতের উপর দিয়ে বাসের পিছনের চাকা চলে যায় বলে দাবি। একেবারে শিউরে ওঠার মতো সেই দৃশ্য |দুর্ঘটনার খবর দ্রুতই ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই নিউ টাউন ট্রাফিক গার্ড এবং ইকোপার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশ প্রথমেই রাস্তায় জমে থাকা ভিড় সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। পরে স্থানীয়দের বক্তব্য নিয়ে ঘটনার পুনর্গঠন করা হয়। বাসটি এবং তার চালককে আটক করা হয়েছে বলে জানা গেছে। ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটল বাসের গতি অতিরিক্ত ছিল, নাকি রাস্তায় অন্য কোনও বাধা বা অসাবধানতা যুক্ত ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal