Breaking News

‘ভয় পাবেন না, একজনের গায়ে আঁচড় লাগলে আমার গায়ে লাগবে’, মতুয়া গড়ে দাঁড়িয়ে হুঙ্কার মমতার!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- এসআইআর ইস্যুতে দিন দিন তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতির ময়দান। শাসক-বিরোধী উভয়পক্ষই একে অপরকে নিশানা করছে। এর আগে SIR স্থগিতের জন্য় সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, SIR-এর কাজ এগোচ্ছে আপন গতিতে। এই আবহে SIR নিয়ে সুর চড়িয়ে ফের পথে নামলেন মুখ্যমন্ত্রী। মতুয়াগড়ে করলেন মহামিছিল। বনগাঁর সভা থেকে একযোগে আক্রমণ শানালেন নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে। তিনি হুঙ্কার দিয়ে বলেন, “আমায় বাংলায় আঘাত করলে…কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমায় আঘাত করছে…আমাকে আঘাত করলে আমি সারা ভারত হেলিয়ে দেব। এটা মাথায় রেখো। ভোটের পরে আমিও একটু দেশটা চষে বেড়াব।” তাঁর সংযোজন, “কী ভাবছ নিজেদের, কেউকেটা হয়ে গেছ ? চিরকাল কেউ সরকারে থাকে না। ২০২৯ বড়ই ভয়ঙ্কর। তোমাদের সরকার থাকবে না…শকুনি মামারা ! সেদিন কোথায় পালাবে ? এখন থেকে জায়গা ঠিক করে রেখে দাও।” বিজেপিতে তোপ দেখে মমতার দাবি, ‘বাংলাকে ভালবাসে না, তাই মণীষীদের অপমান করে। আমি বাংলাদেশি ভাষায় কথা বলি, ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুক। সারা দেশ দখল করেছে। বাংলা দখল করতে চাও! কিন্তু এখানে জনগণের আদালতে হবে বন্দি। তোমাদের ভোটাররাই আমাদের ভোট দেবে। তাই সতর্ক করছি বিজেপি দলকে। ভয় দেখাবেন না, আতঙ্ক ছড়াবেন না।’
বনগাঁয় এসআইআর বিরোধী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, ‘এই দেশে থেকে প্রমাণ করতে হবে, আমি এই দেশের নাগরিক কিনা? জেনুইন ভোটার বাদ গেলে, ছেড়ে কথা বলব না’।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *