Breaking News

বাবার মৃত্যুর পর বিবাহবিচ্ছেদ হলে মেয়ে পারিবারিক পেনশন পাবে না: কলকাতা হাইকোর্ট

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাবার মৃত্যুর পর যদি ডিভোর্স হলে বাপের বাড়ির পারিবারিক পেনশনের কোনও অধিকার থাকবে না মেয়ের। পেনশন সংক্রান্ত একটি মামলায় এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ৷নির্দেশ দিতে গিয়ে বিচারপতিরা বলেন, বাবার মৃত্যুর সময় মেয়ে যদি তাঁর উপরে নির্ভরশীল হন, তাহলে তিনি বাবার পেনশন পেতেই পারেন | কিন্তু যদি বাবার মৃত্যুর সময় মেয়ে স্বামীর উপরে নির্ভরশীল থাকেন তাহলে কোনও ভাবেই বাবার পেনশন মেয়ে পাবেন না| এমন কি, মেয়ে যদি বাবার মত্যুর পর বাপের বাড়িতে ফিরেও আসেন, সেক্ষেত্রেও পেনশনের কোনও ভাগ পাওয়ার অধিকারী তিনি হবেন না | সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (ক্যাট)-এর নির্দেশ খারিজ করে দিয়ে এই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ কেন্দ্রীয় সরকার পেনশনের আবেদন খারিজ করে দিলেও বিবাহবিচ্ছিন্না এক মহিলাকে বাবার পেনশনের ভাগ দেওয়ার নির্দেশ দিয়েছিল ক্যাট | আবেদনকারী মহিলার বাবা ১৯৯৬ সালে কেন্দ্রীয় সরকারের চাকরি থেকে অবসরগ্রহণ করেন৷ ২০০৩ সালে মৃত্যু হয় তাঁর| সেই সময় বিবাহিত হলেও বাবার পেনশনের ভাগ করেছিলেন তিনি| এরপর ২০১৬ সালে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আর্থিক সমস্যার কারণে ফের বাবার পেনশনের ভাগ চেয়ে আবেদন জানান তিনি৷ মহিলার আর্জি মেনে নিয়ে ক্যাট কেন্দ্রীয় সরকরাকে ওই মহিলাকে পেনশন দেওয়ার নির্দেশ দেয় | ক্যাট-এর এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করে কেন্দ্রীয় সরকার | কেন্দ্রের আইনজীবী আদালতে যুক্তি দেন, যেহেতু বাবার মৃত্যুর সময় ওই মহিলা বিবাহিতই ছিলেন এবং বাবার পেনশনের উপরে নির্ভরশীল ছিলেন না৷ ফলে এখন তিনি আচমকা পেনশন দাবি করতে পারেন না| তিনি আরও দাবি করেন, শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীদের পরিবারে যাঁরা নির্ভরশীল, তাঁরাই পেনশনের ভাগ পাওয়ার অধিকারী |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *