দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তৃতীয়বার ক্ষমতায় এসেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার সেই প্রকল্পে রাজ্য সরকারের বিরাট সাফল্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পরিসংখ্যান অনুযায়ী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে রাজ্যে সুবিধাভোগীর সংখ্যা পেরিয়ে গেল ১ লক্ষ। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী।শুক্রবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের অধীনে সুবিধাপ্রাপ্তের সংখ্যাটা ১ লক্ষ পেরিয়ে গেল। এই প্রকল্পের অধীনে পড়ুয়ারা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পায়। সুদের ভারও বহন করে রাজ্য সরকার।” মমতা জানান, “আগামী দিনেও এভাবেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়াদের সাহায্য করবে রাজ্য। যাতে প্রতিভাবান পড়ুয়াদের সাফল্যের পথে আর্থিক অসঙ্গতি অন্তরায় না হয়।”‘২১ বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট প্রকল্প শুরু করবেন। তৃতীয়বার সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি পালন করেন মুখ্যমন্ত্রী মমতা। এই প্রকল্পে ছাত্রছাত্রীরা সহজ শর্তে ব্যাঙ্কগুলি থেকে ঋণ পান। যার গ্যারেন্টার সরকার। স্টুডেন্ট ক্রেডিট কার্ড থাকলে উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পান পড়ুয়ারা। পড়ুয়ারা চাইলে ২ লক্ষ টাকাও থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। এর সবচেয়ে বড় সুবিধা হল, এই ঋণের ক্ষেত্রে রাজ্য সরকারই গ্যারান্টার। সুদের একটা বড় অংশও দেয় রাজ্য সরকার। যার ফলে পড়ুয়ারা অনেক কম সুদে ঋণের সুবিধা পায়।
Hindustan TV Bangla Bengali News Portal