প্রসেনজিৎ ধর, কলকাতা :- কাশীপুরে মর্মান্তিক দুর্ঘটনা, স্কলে যাওয়ার পথেই প্রাণ হারাল পড়ুয়া। কাশীপুর থানা এলাকার সিআইডি মোড়ে, স্কুল যাওয়ার সময় বাসের চাকায় পিষে গেল কাশীপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। জানা যায়, সাইকেল নিয়ে স্কুল যাচ্ছিল ছাত্র। সকাল ১০.৪৫ নাগাদ বিটি রোডের উপর ২৩৪ রুটের একটি বাসের সামনের বাঁ দিকের চাকায় পিষ্ট হয়ে যায় ছাত্র। তড়িঘড়ি তাকে উদ্ধার করেস্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম অরণ্য চক্রবর্তী। কাশীপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে বরানগরের বাসিন্দা। প্রতিদিন মতো শুক্রবারও সাইকেল চালিয়ে বি টি রোড ধরে স্কুলে যাচ্ছিল পড়ুয়া। ১০টা ৪৫ মিনিট নাগাদ ৩৩৪ রুটের একটি বাস তীব্র গতিতে ছুটে এসে নিয়ন্ত্রণ হারিয়ে নাবালকের সাইকেলে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়ে অরণ্য। বাসের সামনে বাঁ দিকের চাকায় পিষ্ট হয় সে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা|এই ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার পরে কাশীপুরে বিটি রোডে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়েরা। ট্র্যাফিক পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। স্থানীয়দের একাংশের অভিযোগ, বাসগুলির রেষারেষিতে প্রাণ যায় পথচারীদের।
Hindustan TV Bangla Bengali News Portal