দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:- ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে বামফ্রন্টের বাইরেও বৃহত্তর বাম ঐক্য গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হল ফ্রন্টের বৈঠকে। বামফ্রন্টের শরিকদল ছাড়াও লিবারেশন, এসইউসিআই-সহ বাম মনোভাবাপন্ন দলগুলিকে নিয়ে বৃহত্তর বাম জোট গড়ে তোলা হবে। বাম ঐক্য হলে সেক্ষেত্রে লিবারেশন ও এসইউসিআইয়ের জন্যও বিধানসভা ভোটে আসন দেওয়া হবে বামফ্রন্টের তরফে।বিধানসভা নির্বাচনের খুব বেশি দেরি নেই। বৃহস্পতিবার প্রাথমিক রণকৌশল ঠিক করতে বৈঠক ডেকেছিল বামফ্রন্ট। সেই বৈঠকে আপত্তি শোনা গেল কংগ্রেস ও আইএসএফের সঙ্গে বামেদের আসন সমঝোতা প্রসঙ্গে। তার বদলে বৃহত্তর বাম ঐক্যের পক্ষে সওয়াল করল সিপিআই ও ফরওয়ার্ড ব্লক।এসইউসিআইয়ের তরফে অবশ্য এখনও কিছু বলা হয়নি এই বৃহত্তর বাম ঐক্যের ব্যাপারে। সিপিএমের নেতৃত্বাধীন বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতায় এসইউসিআইয়ের বক্তব্য এখনও জানা যায়নি। ফ্রন্টের এক শরিকদলের নেতার কথায়, লিবারেশন ও এসইউসিআইকে নিয়েই আমাদের বৃহত্তর ঐক্য হবে।এই বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে যে, ১০ ডিসেম্বর নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করা হবে। ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। অনেক বৈধ ভোটারের নামও বাদ যাবে বলে বাম নেতাদের আশঙ্কা। আর সেই বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার প্রতিবাদেই ১০ তারিখ বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে।এদিকে, ২৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে সিপিএমের বাংলা বাঁচাও যাত্রা। সেই কর্মসূচিতে বাম শরিকদলের নেতৃত্বকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এদিন আলিমুদ্দিনে বাংলা বাঁচাও যাত্রা নিয়ে সাংবাদিক সম্মেলন করে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, রুটি-রুজি, শিক্ষা, স্বাস্থ্য মানুষের দৈনন্দিন যেই দাবি দাওয়া সেই কথা উঠে আসবে বাংলা বাঁচাও যাত্রায়। বহুমাত্রিক এই যাত্রায় প্রান্তিক মানুষের কথা উঠে আসবে। শনিবার কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হবে বাংলা বাঁচাও যাত্রা। ১৭ ডিসেম্বর শেষ হবে কামারহাটিতে।
Hindustan TV Bangla Bengali News Portal