প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’কে ঘিরে কোচবিহারে তৈরি হয় নতুন রাজনৈতিক উত্তাপ। পুলিশ সভার অনুমতি না দেওয়ায় দল শেষমেশ হাইকোর্টের দ্বারস্থ হয়। শুক্রবার আদালতের রায়ে শনিবারের সভার সবুজ সংকেত মিলেছে, যা ভোটের আগে রাজ্যের রাজনৈতিক পরিবেশে নতুন টানাপোড়েন তৈরি করছে।কোচবিহারের মেখলিগঞ্জ বিধানসভার চ্যাংড়াবান্ধায় পরিবর্তন সংকল্প যাত্রা করতে চেয়ে পুলিশে কাছে অনুমতি চায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। সেই সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা। বিজেপির অভিযোগ, অনুমতি দেওয়া দূর, পুলিশ সেই আবেদনপত্র গ্রহণই করেনি। তাই তারা কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়।শুক্রবার সেই মামলা ওঠে বিচারপতি কৌশিক চন্দের এজলাসে। সেখানে দুই পক্ষের সওয়াল-জবাব শুনে বিচারপতি কৌশিক চন্দ দুপুর দু’টো থেকে চারটে পর্যন্ত সভা করার অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন বিজেপির আইনজীবী জনার্দন কেরিয়াল। তিনি বলেন, “আমরা পুলিশের কাছে সভার অনুমতি চেয়ে আবেদন করেছিলাম। ওরা রিসিভ করেনি। আদালতের দ্বারস্থ হই। কোর্ট আমাদের আবেদন গ্রহণ করেছে। সভার অনুমতি দিয়েছে আদালত।”
Hindustan TV Bangla Bengali News Portal