প্রসেনজিৎ ধর, কলকাতা :- বালি পাচার মামলার তদন্তে রাজ্যের নানা জায়গায় হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। সোমবার সকাল থেকে কলকাতার পার্ক স্ট্রিট, নিউ আলিপুর, আমহার্স্ট স্ট্রিট এলাকায় তল্লাশি হয়েছে। সূত্রের খবর, ইডির বিভিন্ন দল গিয়েছে ঝাড়গ্রাম-সহ আট জেলায় নানা ব্যবসায়ীর বাড়িতে। তবে এখনও গ্রেফতারির কোনও খবর মেলেনি।এই তদন্তে বেশ কিছু ব্যবসায়ীর নামও উঠে এসেছে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডির একটি দল। কেন্দ্রীয় তদন্তকারী দল আজ ওই ব্যবসায়ীর বাড়ি এবং অফিসে তল্লাশি চালায়। খাদান থেকে বেআইনিভাবে বালি তোলা এবং বিক্রির অভিযোগ উঠেছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে।অভিযোগ উঠেছে যে, এই বালি পাচার মামলায় অভিযুক্ত ব্যবসায়ীদের মাধ্যমে নাকি কালো টাকাও সাদা করা হয়েছিল। এর আগে তল্লাশি অভিযানে এই সমস্ত ব্যবসায়ীদের সম্পর্কে এই সমস্ত তথ্য উঠে আসলে তল্লাশি অভিযান চালায় ইডি।ইডি সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম অভিষেক পাত্র ওরফে বিলটু। তাঁর বিরুদ্ধে বহু আগে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানায় অবৈধভাবে বালি তোলা ও বিক্রির অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি। এই মুহূর্তে তাঁর বাবা ক্যানসার আক্রান্ত, কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। অভিষেকও সেই সূত্রে আপাতত কলকাতায়। তাই তাঁর বাড়ি গিয়ে ইডি আধিকারিকরা তল্লাশি চালালেও অভিষেক পাত্রর সঙ্গে সরাসরি কথা বলতে পারেননি।তবে অভিষেকের বাড়িতে তল্লাশি চালিয়ে বালি পাচার সংক্রান্ত বেশ কিছু যোগসূত্র উদ্ধারের আশা করছেন ইডি আধিকারিকরা। আর তা খতিয়ে দেখে পাচারচক্র সম্পর্কে আরও অনেক তথ্য মিলবে।
Hindustan TV Bangla Bengali News Portal