দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- গ্রুপ সি এবং গ্রুপ ডি’তেও এবার ‘দাগি’দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। র্যাঙ্ক জাম্প করা প্রার্থী, প্যানেলের বাইরে থেকে চাকরি পাওয়া প্রার্থী তো বটেই, যাদের ওএমআর মিসম্যাচ করেছে, সবার পূর্ণাঙ্গ তালিকায় প্রকাশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। তবে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে ‘দাগি’দের নামের পাশাপাশি রোল নম্বর, বাবার নাম তালিকায় রাখতে হবে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট ব্যক্তি কোথায় কর্মরত ছিলেন, তার বিস্তারিত তথ্য দিয়ে তালিকায় প্রকাশ করতে হবে বলেও স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ কলকাতা হাই কোর্টের।গত ২৭ নভেম্বর এসএসসি ১ হাজার ৮০৬ জন দাগি নবম-দশম, একাদশ-দ্বাদশের শিক্ষক যাঁরা চাকরি করছিলেন তাঁদের যাবতীয় তথ্য সমেত নাম প্রকাশ করেছিল।তবে এ দিন, ফের বিচারপতি তালিকা প্রকাশ নিয়ে প্রশ্ন তোলেন। কোর্ট বলে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি গ্রুপ সি-গ্রুপ ডি-র ৩,৫১২ জনের তালিকা প্রকাশ করেছে ঠিকই। তবে তারাই শীর্ষ আদালতকে জানিয়েছিল অযোগ্যদের সংখ্যা ৭,২৯৩। বুধবারের মধ্যে এই ৭ হাজার ২৯৩ জনের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে বলেছেন বিচারপতি। এসএসসিকে আউট অফ প্যানেল, র্যাঙ্ক জাম্প ও OMR মিস ম্যাচদের বিস্তারিত তথ্য জানিয়ে মোট ৭২৯৩ জনের তালিকা প্রকাশ করতে হবে। শুধু তাই নয়, এসএসসিকে নিয়োগ যাতে স্বচ্ছ হয় সেটা নিশ্চিত করতে হবে। এমনকী, প্যানেল প্রকাশের পর যাঁদের নিয়োগ করা হয়েছে তাঁদের তালিকাও আগামী শুনানিতে আদালতে জমা দিতে হবে। এখানে উল্লেখ্য, এই ৭ হাজার ২৯৩ জনের মধ্যে অযোগ্য শিক্ষক-শিক্ষিকা থেকে অশিক্ষক কর্মীরা রয়েছেন। তাঁর মধ্যে এসএসসি ৩,৫১২ দাগি অশিক্ষক কর্মীদের তালিকা ও দাগি ১ হাজার ৮০৬ জন নবম-দশম, একাদশ-দ্বাদশের শিক্ষক-শিক্ষকদের বিস্তারিত তালিকা প্রকাশ করেছে। এরা সকলেই চাকরি করছিলেন। কিন্তু বাকিরা দাগিদের তালিকায় থাকলেও তাঁরা চাকরি করছিলেন না। তবে এবার সকলেরই যাবতীয় তথ্য প্রকাশ করতে বলেছে আদালত ।
Hindustan TV Bangla Bengali News Portal