দেবরীনা মণ্ডল সাহা :-এসআইআর চলাকালীন ড্রেন থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড। নদিয়ার নবদ্বীপে প্রতাপনগর হাসপাতাল রোডের পরিত্যক্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধারকে কেন্দ্র করে ছড়াল চাঞ্চল্য। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধার হওয়া কার্ডগুলির সত্যতা যাচাই শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কার্ডগুলোর নাম ঠিকানা এলাকার বাসিন্দাদের সঙ্গে মিলে গেলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তাঁদের আসল ভোটার কার্ড ঘরেই রয়েছে। ফলে একই নামের নকল বা অতিরিক্ত কার্ড কীভাবে রাস্তায় এল, তা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।জানা যায়, স্থানীয়রা নদিয়ার নবদ্বীপে প্রতাপনগর হাসপাতাল রোডের পাশে একটি ড্রেনে একাধিক ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। স্থানীয়রা জানিয়েছেন, কার্ডগুলোর নাম ঠিকানা এলাকার বাসিন্দাদের সঙ্গে মিলে গেলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তাদের আসল ভোটার কার্ড ঘরেই রয়েছে। ফলে একই নামের নকল বা অতিরিক্ত কার্ড কীভাবে রাস্তায় এল, তা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এসআইআর আবহে যে অনিয়ম হচ্ছে এই বিষয়ে আগেই আশঙ্কা প্রকাশ করা হয়। যেভাবে এদিন একাধিক ভোটার কার্ড উদ্ধার হল তারই প্রমাণ। বিজেপির দাবি, তৃণমূল ভয় পেয়ে বিভিন্ন কারচুপির পথ নিয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal