Breaking News

ভুয়ো নথি দেওয়ার অভিযোগ! রাজগঞ্জের বিডিওর জামিনের বিরোধিতায় কলকাতা হাইকোর্টে পুলিশ

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পুলিশ। সূত্রের খবর, বিডিওর আগাম জামিনের বিরোধিতায় উচ্চ আদালতে আবেদন করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট।মামলা দায়েরের অনুমতি মিলেছে বলে খবর।স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনে তাঁর পরিবার বিডিও প্রশান্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তবে বিডিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর করে আদালত। পরে বিধানগর মহকুমা আদালতে হাজিরা দিয়ে তা কার্যকর করেন তিনি। এই ঘটনায় পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়। এরপরই উচ্চপর্যারের একটি বৈঠক করে বিধাননগর কমিশনারেট পুলিশ। সেখানেই সিদ্ধান্ত হয় হাইকোর্টের দ্বারস্থ হবে পুলিশ।উচ্চ আদালতে মামলা প্রসঙ্গে পুলিশের তরফে জানা গেছে, বারাসাত আদালতে বিডিও প্রশান্ত বর্মনের আইনজীবী জানিয়েছেন, ‘ঘটনার দিন প্রশান্ত বর্মন নিউটাউনের আবাসনে ছিলেন না। ছিলেন একটি গেস্ট হাউসে। তার একটি রশিদ দেওয়া হয়েছে।’ কিন্তু পুলিশের দাবি, রশিদটি ভুয়ো। সেই প্রমাণ নিয়েই আগাম জামিনের বিরোধিতায় হাইকোর্টের দুয়ারে বিধাননগর পুলিশ। পাশাপাশি পুলিশের আরও দাবি, স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বিডিওর নিউটাউনের ফ্ল্যাটে। ঘটনার দিন তিনি সেখানে উপস্থিত ছিলেন। অথচ আদালতে মিথ্যা কথা বলেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *