Breaking News

শিলিগুড়িতে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর সস্ত্রীক দলত্যাগের ঘোষণা নান্টু পালের , নির্দল হয়ে লড়াইয়ের সিদ্ধান্ত

দেবরীনা মণ্ডল সাহা :- রবিবার যখন শিলিগুড়ি থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় মোদির বিরুদ্ধে সুর চড়ালেন তার ঠিক আগেই শিলিগুড়িতেই তৃণমূলের অন্দরে ছন্দপতন | শিলিগুড়ি বিধানসভা কমিটির চেয়ারম্যান নান্টু পাল নিজেই ঘোষণা করলেন, তিনি আর তৃণমূলে নেই, সেই সঙ্গে স্ত্রীও দল ছাড়ছেন বলে জানান তিনি | ওমপ্রকাশ মিশ্রকে প্রার্থী হিসেবে মানতে না পেরে এই সিদ্ধান্ত বলে জানান তিনি | রবিবার ওমপ্রকাশকে সঙ্গে নিয়ে মমতার সভার আগেই নান্টুর ক্ষোভ প্রশমনে উদ্যোগী হন তৃণমূল নেতৃত্ব। কিন্তু তাতেও শেষরক্ষা হল না | মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর নান্টু পালের ঘোষণা, “আমি নির্দল হিসাবে লড়াই করব |” নান্টু জানালেন তিনি ও তাঁর স্ত্রী আর দলেও থাকছেন না | নান্টু ও তাঁর স্ত্রী দু’জনেই শিলিগুড়ি পুরসভার কাউন্সিলর | শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে জায়গায় জায়গায় টিকিট না পাওয়া নেতা ও বিদায়ী বিধায়কদের ক্ষোভ ছড়িয়েছে | এমনকি অভিযোগ উঠেছে‘বহিরাগত’ প্রার্থী নিয়েও | শিলিগুড়িতেও ছবিটা আলাদা নয় | সেখানে প্রার্থী হয়েছেন কংগ্রেস থেকে তৃণমূলে যোগদানকারী ওমপ্রকাশ মিশ্র| ক্ষোভ উগরে দিয়ে শিলিগুড়ি বিধানসভা কমিটির চেয়ারম্যান বলেছেন, কোনো ভূমিপুত্র প্রার্থী হবেন এটাই আশা করেছিলাম |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *