নিজস্ব সংবাদদাতা :- গরুপাচার মামলায় এবার গ্রেফতার বিজেপি নেতা। বনগাঁ থানার পুলিশ গ্রেফতার করেছে বিজেপি নেতাকে। শুরু রাজনৈতিক তরজা। ধৃতের বিজেপি নেতার নাম পরিতোষ মহালদার। জানা গিয়েছে, ২০১৭ সালের একটি পুরনো গরুপাচার মামলায় মঙ্গলবার রাতে অভিযুক্তের বাড়িতে যায় পুলিশ। বনগাঁ থানার অন্তর্গত পুরাতন বনগাঁ এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে|জানা গিয়েছে, ২০১৭ সালে চলা একটি গরুপাচার মামলার তদন্তে পুলিশ গ্রেপ্তার করেছে ওই বিজেপি নেতা পরিতোষ মহালদারকে। আজ, বুধবার ধৃতকে বনগাঁও মহকুমা আদালতে তোলা হয়। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বেশ কয়েক বছর আগেও রাজ্যে গরুপাচার তদন্ত নিয়ে জোর চর্চা, গুঞ্জন হত। রাজনীতির সঙ্গে থাকা একাধিক গুরুত্বপূর্ণ মুখ এই গরুপাচারের তদন্তে অতীতে গ্রেফতার হয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই এই মামলার তদন্তও চলছে।এই বিষয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন, “আমরা বারবার করে আগে বলতাম এই সব পাচারের সঙ্গে বিজেপি যুক্ত রয়েছে। আর এবার প্রমাণিত হল, বিজেপির লোকেরা গরু পাচারের সঙ্গে যুক্ত। অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত।” এই বিষয়ে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার জানিয়েছেন, “পরিতোষ মহলদার ২০২৩-২৪ সালে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন। হয়ত বা তিনি কোনও একটি তারিখে হাজিরা দেয়নি। সেই কারণে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। কিন্তু বিজেপি কর্মীকে গ্রেফতার করে বিজেপির কণ্ঠ রোধ করা যাবে না। বিজেপি দেশের কথা বলে দশের কথা বলে।”
Hindustan TV Bangla Bengali News Portal