প্রসেনজিৎ ধর, কলকাতা :-আর জি কর হাসপাতালে দুর্নীতি মামলার তদন্ত শেষ,আলিপুর বিশেষ সিবিআই আদালতে এমনটাই জানাল সিবিআই। এমনকী দুর্নীতি মামলায় জমা দেওয়া অতিরিক্ত চার্জশিটকে যাতে ফাইনাল চার্জশিট হিসাবে দেখা হয়, সেই আবেদনও এদিন জানায় সিবিআই। আজ বুধবার, আলিপুর বিশেষ সিবিআই আদালতে আর জি কর দুর্নীতি মামলার শুনানি হয়। শুনানিতে সিবিআইয়ের তরফে এই সংক্রান্ত একাধিক নথিও জমা করা হয়|সিবিআই সূত্রে খবর, সোমবার যে অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হয়েছে, সেটিই ওই মামলার চূড়ান্ত চার্জশিট। ফলে এত দিনে আরজি করে আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্ত শেষ বলেই মনে করা হচ্ছে। বুধবার এই সংক্রান্ত নথি আদালতে জমা করেছে সিবিআই। যদিও অতীতে অন্যান্য মামলার ক্ষেত্রে দেখা গিয়েছে, চূড়ান্ত চার্জশিটের পরেও অতিরিক্ত চার্জশিট দেওয়া হয়েছে। তবে বুধবার আরজি করে দুর্নীতি মামলার শুনানিতে আদালত জানিয়েছে, যে হেতু আগেই একটি চার্জশিট গ্রহণ করে বিচারপ্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তাই একই ধারায় অতিরিক্ত চার্জশিট গ্রহণে অসুবিধা নেই। তবে সিবিআই সূত্রে জানানো হয়েছে, সোমবার যেটি জমা দেওয়া হয়েছে, সেটিই চূড়ান্ত চার্জশিট। এবং তার প্রেক্ষিতেই দু’জনকে সমন পাঠাবে আদালত।কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি প্রথম দিকে একই সঙ্গে এই দুর্নীতিতে যুক্ত ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পর সন্দীপের বিরুদ্ধে প্রথম দুর্নীতির অভিযোগ তুলেছিলেন এই আখতারই। চূড়ান্ত চার্জশিটে তাঁর নামও রয়েছে। এ ছাড়াও, নতুন অভিযুক্ত হিসাবে নাম রয়েছে শশীকান্ত চন্দক নামে এক জনের। যিনি ধৃত আফসার আলি খানের ‘বন্ধু’ ছিলেন বলে চার্জশিটে দাবি করেছে সিবিআই।অভিযুক্ত আখতারকে আগামী ১৬ ডিসেম্বর সমন পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত |
Hindustan TV Bangla Bengali News Portal