Breaking News

ভরতপুরের বিধায়ক হুমায়ুনকে সাসপেন্ড করল তৃণমূল!নিজের দল তৈরির পাল্টা হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

প্রসেনজিৎ ধর, কলকাতা :-দলবিরোধী কাজের অভিযোগ। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে দলের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন ফিরহাদ হাকিম। জানালেন, হুমায়ুনের সঙ্গে কোনওরকম সম্পর্ক রাখবে না দল। সাসপেন্ডের সিদ্ধান্ত প্রসঙ্গে হুমায়ুনের বক্তব্য, “ববিদার কথার জবাব দেব না। কালই ইস্তফা দেব।”বেশ কিছুদিন ধরেই হুমায়ুনকে নিয়ে টানাপোড়েন চলছিল। দলের বিরুদ্ধে বারবার মুখ খুলছিলেন বিধায়ক। পাশাপাশি বাবরি মসজিদ তৈরি করবেন বলে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন তিনি, যা নিয়ে বিতর্ক চলছিলই। এদিন ফিরহাদ জানিয়েছেন, একবার নয়, তিনবার হুমায়ুনকে সতর্ক করা হয়েছে। তারপরই তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে শৃঙ্খলারক্ষা কমিটি।ফিরহাদ এদিন বলেন, ‘বেলডাঙ্গায় বাবরি মসজিদ করার কথা বলছেন। বেলডাঙ্গা কিছুদিন আগেও সাম্প্রদায়িক স্পর্শকাতর হয়েছিল। সেখানে দাঙ্গা লাগানো সহজ হবে। দাঙ্গা লাগলে বিজেপিকে সাহায্য করা হবে। বিজেপিকে সাহায্য করার জন্য এই কাজটা করার চেষ্টা করছে। আমরা এই সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। শৃঙ্খলারক্ষা কমিটি ৩ বার ওনাকে সতর্ক করেছে। উনি আবার এটা করছেন। আমরা পার্টির উর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত নিয়ে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক থাকবে না।’ বিষয়টিতে হুমায়ুন কবীর সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি জেলা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে দু’ঘণ্টা পরে বলছি। আপনাদের মুখে শুনলাম আমায় সাসপেন্ড করা হয়েছে। এর আগেও ৬ বছরের জন্য আমায় সাসপেন্ড করা হয়েছিল। কালকেই রিজাইন দিয়ে দেব।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *