দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এসআইআর আবহে ফের একবার সিইও দফতরের সামনে বিক্ষোভ ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র। বৃহস্পতিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে স্লোগান তুলে বিক্ষোভ করতে থাকেন তৃণমূলপন্থী বিএলও-রা। বিক্ষোভে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে সিইও অফিসের বাইরে। তাঁদের দাবি, মৃত বিএলওদের পরিবারের জন্য আর্থিক সাহায্য করতে হবে। ইতিমধ্যেই কমিটির সদস্যরা সিইও দফতরের সামনে ধর্নায় বসে পড়েছেন।মৃত বিএলওদের পরিবারদের আর্থিক সাহায্য, সময় বাড়ানো-সহ একাধিক দাবিতে আজ বৃহস্পতিবার মিছিলের ডাক দেয় ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’। মিছিলে মৃত বিএলওদের পরিজনরাও এদিন ছিলেন। কিন্তু পুলিশের তরফে সেই মিছিল আটকানো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভেঙে সিইও দপ্তরে আন্দোলনরত বিএলওরা ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। যা নিয়ে একেবারে রণক্ষেত্র আকার নেয় গোটা এলাকা। আন্দোলনকারীদের দাবি, ‘আগে থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সময় চাওয়া হয়েছিল। এরপরেও তাঁদের আটকানো হচ্ছে।” অতিরিক্ত কাজের চাপ-সহ একাধিক দাবিতে গত কয়েকদিন ধরেই রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দফতরের সামনে অবস্থান করছেন বিএলওরা। ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’ এই নামে চলছে এই অবস্থান বিক্ষোভ। আজ বৃহস্পতিবার এই অবস্থানে যোগ দেন মৃত বিএলওদের পরিবারের সদস্যরাও। আন্দোলনকারীদের দাবি, ‘অসহ্য কাজের চাপের মধ্যে কাজ করতে হচ্ছে তাঁদের। যে সাতদিন সময় বাড়ানো হয়েছে তাও যথেষ্ট নয় বলে দাবি। পাশাপাশি মৃতের পরিবারদের আর্থিক সাহায্য করতে হবে বলেও এদিন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যরা।
Hindustan TV Bangla Bengali News Portal