প্রসেনজিৎ ধর, কলকাতা :-খাস কলকাতায় খুন | নিজের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবক। দেহে একাধিক আঘাতের চিহ্ন। তাঁকে একাধিকবার ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে অনুমান। ঘটনাটি ঘটেছে, মুচিপাড়া থানা এলাকার ২৫ নম্বর শশীভূষণ দে স্ট্রিটে। মৃতের স্ত্রীকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম অশোককুমার দাস (৪৮)। মঙ্গলবার গভীর রাতে মুচিপাড়া থানার অন্তর্গত শশিভূষণ দে স্ট্রিটের একটি বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় অশোককে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে ওই যুবককে। সম্ভবত মঙ্গলবার রাত ১১টা থেকে রাত ১১টা ৫৫ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক সময় জানা যাবে।এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে মৃতের স্ত্রীকে আটক করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, মৃতের পরিবার থেকে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে অশোককে খুন করা হয়েছে তা নিয়ে ধোঁয়াশা। দাম্পত্য কলহে তিনি খুন হয়েছেন কিনা, সেই দিকটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal