Breaking News

বিভেদের কাছে মাথা নত করেনি বাংলা, তৃণমূলের সংহতি দিবসে কড়া বার্তা মমতা’র!সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ফের কড়া সতর্কবাণী

প্রসেনজিৎ ধর, কলকাতা :-প্রতি বছরই ৬ ডিসেম্বর সংহতি দিবস পালন করে তৃণমূল। আর এদিন ‘সংহতি দিবস’-এ রাজ্যবাসীকে শান্তি ও সম্প্রীতি রক্ষার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | শনিবার একতা ও মিলনের মন্ত্র উচ্চারণ করে সোশ্যাল মাধ্যমে তিনি লিখলেন, বাংলার মাটি বিভেদের কাছে কোনও দিন মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না |এদিন মুখ্যমন্ত্রী মমতা এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বাংলার মাটি একতার মাটি। এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ-বিবেকানন্দের মাটি- এই মাটি কখনো মাথা নত করেনি বিভেদের কাছে, আগামীদিনেও করবে না। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ — বাংলায় সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানি। আনন্দ আমরা ভাগ করে নিই। কারণ আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন।’ সাম্প্রতিক পরিস্থিতিকে ইঙ্গিত করে মমতার কড়া বার্তা, “যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশ ধ্বংস করতে চাইছে, তাদের বিরুদ্ধে লড়াই চলবে।” একই সঙ্গে সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানান তিনি।তাৎপর্যপূর্ণভাবে এদিনই মুর্শিদাবাদের বেলডাঙায় মসজিদের শিলান্যাস করছেন ভরতপুরের সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সাসপেন্ডের পর থেকেই তিনি তৃণমূলের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ শানাচ্ছেন। শনিবারও শিলান্যাসের মঞ্চ থেকে দল ও নেতৃত্বকে নিশানা করেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *