Breaking News

বাংলায় আরও পাঁচ পর্যবেক্ষক পাঠাচ্ছে কমিশন!৫ জেলার এসআইআর কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র IAS আধিকারিক

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রেসিডেন্সি ডিভিশন, মালদহ ডিভিশন, জলপাইগুড়ি ডিভিশন, বর্ধমান ও মেদিনীপুর ডিভিশন, এই পাঁচ জেলায় রাজ্যের এসআইআর কাজ কর্মের উপর নজরদারি রাখবেন এই পাঁচজন আধিকারিক, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর।জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ায় কেন্দ্রের মুঠো আরও শক্ত করতে চলেছে কমিশন। সেই উদ্দেশে রাজ্যে আসছেন পাঁচ বিশেষ পর্যবেক্ষক। পাঁচ আধিকারিকই যুগ্ম সচিব পর্যায়ের আইএএস আধিকারিক। তাঁরা এখানে এসে বিভিন্ন ডিভিশনের দায়িত্ব নেবেন। কয়েকটি জেলা নিয়ে তৈরি হবে একটি করে ডিভিশন। এই পাঁচ আধিকারিককে স্পেশাল রোল অবজারভার বলছে কমিশন। কমিশন জানিয়েছে এই বিশেষ আধিকারিকরা গণনা, নোটিস এবং চূড়ান্ত তালিকা প্রকাশ এই প্রতিটি পর্যায়ে কড়া নজরদারি চালাবেন তাঁরা।সূত্রের খবর, দিল্লির বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতরে জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে এই সিনিয়র আইএএস অফিসাররা কাজ করছেন। আপাতত তাঁরা রাজ্য থেকেই এই কাজ করবেন। এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা এ রাজ্যে এসে কাজ করবেন বলেই কমিশন সূত্রে জানানো হয়েছে।এই পাঁচ জন অফিসার ইলেক্টোরাল রোল অবজার্ভার হিসাবে কাজ করবেন। প্রসঙ্গত, এসআইআর-এর কাজ দেখার জন্য ৩+১২+১+৫ =২১ জন অফিসারকে এখনও পর্যন্ত নিয়োগ করল কমিশন। যার মধ্যে ১২ জন আইএএস অফিসার রাজ্যের বিভিন্ন দফতরে কর্মরত, ১জন রাজ্যের প্রাক্তন অফিসার, বাকি ৮ জন অন্য রাজ্য ও দিল্লির আধিকারিক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *