Breaking News

‘খরচ চালাতে পারছি না!’ ফ্রিজ করা ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি চেয়ে আদালতে অর্পিতা,পার্থ-প্রশ্নে নিরুত্তর

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :-তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে ইডি। যার জেরে জীবনধারণও কঠিন হয়ে পড়েছে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের। এ বার সেই অ্যাকাউন্টগুলি ফের ব্যবহার করতে চেয়ে আদালতের দ্বারস্থ হলেন তিনি।সোমবার এই মামলাটি ওঠে বিচার ভবনে ইডি-র বিশেষ আদালতে। আবেদনকারীর দাবি ছিল, নিয়োগ সংক্রান্ত মামলার অনেক আগে থেকেই ওই অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল, ২০০৪ সালে। এর সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগ নেই। ফলে তা চালু করে দেওয়া হোক।আদালতে অর্পিতার আইনজীবী জানান, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ় থাকায় জীবনধারণ, এমনকী খাওয়ার অর্থ জোগাড় করতেও হিমশিম খেতে হচ্ছে তাঁর মক্কেলের।এর আগে শুধুমাত্র তিনটি অ্যাকাউন্ট চালু করার আবেদন জানিয়েছিলেন অর্পিতার আইনজীবী। কিন্তু কেন অর্পিতার জীবনধারণে অসুবিধা হচ্ছে এই অ্যাকাউন্ট বন্ধ থাকায়, সেখানে থাকা অর্থের সঙ্গে দুর্নীতির কোনও সম্পর্ক নেই, সেই সমস্ত বিষয়গুলি উল্লেখ করে অর্পিতার আইনজীবীকে নতুন করে আবেদনের নির্দেশ আদালতের। আগামী ১৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হতে পারে।অর্পিতার আইনজীবীর কথায়, ‘‘নিয়োগ মামলা প্রকাশ্যে আসে ২০১৪ সালে। ২০২২ সালে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। অথচ ওই ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট ২০০৪ সালের। এর সঙ্গে দুর্নীতির কোনও যোগ নেই। আর অর্পিতা তো কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন! সে সময় অভিনয় ও মডেলিং করে আয় করতেন তিনি। ওই টাকা যে দুর্নীতির টাকা, তার সপক্ষে কোনও প্রমাণ নেই।’’ আইনজীবীর কথায়, কোনও আয় না থাকায় খাওয়াদাওয়া থেকে শুরু করে জীবনধারণে খুবই অসুবিধা হচ্ছে অর্পিতার। আদালত থেকে বেরিয়ে অর্পিতাও বলেন, ‘‘সমস্যা তো হচ্ছেই! জীবন চালানোর জ‍ন‍্য তো নিজের কিছু দরকার, এখন সে ভাবে কিছু নেই। ফলে অসুবিধা হচ্ছে। তবে এগুলো আদালতের ব‍্যাপার। ওঁরা মনে করেছেন তাই অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন। আদালতে আবেদন করেছি। দেখা যাক কী হয়।’’ জেলমুক্তির পর পার্থের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না, সে বিষয়ে জানতে চাইলে অবশ্য মুখ খোলেননি অর্পিতা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *