প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাজ্য পুলিশের নাকের ডগা দিয়ে বিএসএফ কী করে বাংলার বাসিন্দাদের তুলে নিয়ে যাচ্ছে | বীরভূমের অন্তসত্ত্বা সোনালি বিবির প্রসঙ্গ টেনে কোচবিহারের প্রশাসনিক বৈঠক থেকে প্রশ্ন তুললেন রাজ্যের প্রশাসনিক প্রধান |এরপরই রাজ্য পুলিশের কর্তাদের সতর্ক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “রাজ্যের যাঁরা অফিসার আছেন তাঁদের বলব, এত ভীতু হলে চলবে না, মারপিট করতে বলছি না, খুন খারাপি করতে বলছি না! প্রো অ্যাক্টিভ হন।”এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, “পুলিশকে বলা থাকল, অন্য রাজ্যের লোক এসে যাতে আমার রাজ্যের লোককে গ্রেফতার করে নিয়ে যেতে না পারে। কোনও অপরাধীদের গ্রেফতার করতে আসছে, তাহলে রাজ্যের সঙ্গে কথা বলুক। আমরা নিশ্চয়ই অপরাধীদের অ্যালাও করব না। কিন্তু সাধারণ মানুষ আর অপরাধী এক নয়। যে কেউ যে কারও নামে কিছু বলে ফেলল…ক্রিমিনাল বললেই সে ক্রিমিনাল নয়।” প্রসঙ্গত, অনুপ্রবেশ ইস্যুতে বিএসএফ-কে আগে দুষেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তে বিএসএফ পাহাড়ায় থাকার পরও কীভাবে অনুপ্রবেশকারীরা দেশে প্রবেশ করতে পারে? সেই নিয়ে কেন্দ্রকে দুষেছিলেন তিনি। আজও আরও একবার একই প্রসঙ্গত তুলেছেন রাজ্যের মন্ত্রী।
Hindustan TV Bangla Bengali News Portal