দেবরীনা মণ্ডল সাহা :-খড়গপুর আইআইটির গবেষক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। রেললাইনের ট্র্যাক থেকে প্রথম তাঁকে উদ্ধার করা হয়েছিল। পরে হাসপাতালে তাঁকে মৃত্যু হয়। ওই গবেষকের নাম শ্রবণ কুমার, বাড়ি অন্ধ্রপ্রদেশের চিত্তুরে। কীভাবে ওই ঘটনা ঘটল? সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। খুন নাকি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ? সেই প্রশ্ন উঠেছে।শনিবার গভীর রাতে খড়গপুরে ট্রেনের ধাক্কায় আহত হয়েছিলেন ভাট্টরাম শ্রবণ কুমার। দ্রুত তাঁকে রেললাইনের ট্র্যাক থেকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলাকালীন রবিবার রাত ১১টা নাগাদ ওই গবেষক পড়ুয়ার মৃত্যু হয়। শ্রবণ কুমারের বাড়ি অন্ধ্র প্রদেশের চিত্তুরে। তিনি আইআইটি খড়্গপুরের মেঘনাদ সাহা হলের আবাসিক ছাত্র ছিলেন বলে জানা গিয়েছে।তাঁর মৃত্যুর পর প্রশ্ন উঠছে, শনিবার রেল ট্র্যাকে পৌঁছলেন কীভাবে শ্রবণ কুমার? তিনি কি নিজে গিয়েছিলেন? কীভাবে দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal