প্রসেনজিৎ ধর, কলকাতা :- সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠানে তাণ্ডব, বিশৃঙ্খলা, গ্রেফতার মূল উদ্যোক্তা। কলকাতা বিমানবন্দর থেকে অনুষ্ঠানে অব্যবস্থার অভিযোগে গ্রেফতার অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। শনিবার শহরে পা রেখেছিলেন লিওনেল মেসি। শনিবার ঠাসা কর্মসূচি ছিল তাঁর। বিভিন্ন প্রান্ত থেকে যুবভারতীতে মেসি দর্শনে এসেছিলেন দর্শকরা। মেসিভক্তরা এসেছিলেন বেঙ্গালুরু, শিলং থেকেও। এমনকী নেপাল থেকে এসেছিলেন ভক্তরা। কিন্তু তাঁদের অভিযোগ, যুবভারতীতে ঢোকার পর থেকেই মেসিকে ঘিরে ছিলেন ভিআইপিরা। সেই সংখ্যাটা কম করে ১০০ হবে। ফলে গ্যালারি থেকে ২০ মিনিট মেসিকে দেখাই যায়নি। চড়া দামে টিকিট কেটে মাঠে গিয়েও প্রিয় তারকাকে দেখতে না পেয়ে ধৈর্যচ্যুতি ঘটে তাঁদের। দর্শক ক্ষোভে রণক্ষেত্র হয়ে ওঠে যুবভারতী ক্রীড়াঙ্গন |পুলিশ সূত্রে খবর, আজ যুবভারতী থেকে মেসি বেরিয়ে যাওয়ার পর আয়োজক শতদ্রু দত্তও তাঁর সঙ্গে বেরিয়ে যান। মেসির সঙ্গে ওই একই বিমানে চেপে হায়দরাবাদ যাওয়ার কথা ছিল তাঁর। জানা যাচ্ছে, এয়ারপোর্টেই কলকাতা পুলিশ ও সিআইএসএফ-এর যৌথ টিম শতদ্রুকে আটক করে। তারপর গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে। আগামিকাল তাঁকে আদালতে তোলা হবে |সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন, মূল উদ্যোক্তাকে আটক করা হয়েছে। তিনি লিখিত মুচলেকা দিয়েছেন, শনিবারের দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। রাজীবের কথায়, “দর্শকদের অনেকেই ভেবেছিলেন, মেসি হয়তো মাঠে নেমে খেলবেন। মেসি যতটা সময় মাঠে ছিলেন, সেটাও কম বলেই মনে করছেন দর্শকদের অনেকে। সবমিলিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে যুবভারতীতে।”
Hindustan TV Bangla Bengali News Portal