দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-লিওনেল মেসিকে দেখতে সকাল সকাল হাজারও ভক্ত ভিড় জমিয়েছিলেন যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু গ্যালারিতে বসে মেসি-দর্শনের সৌভাগ্য হয়নি দর্শকদের। তাতে ক্ষুব্ধ হয়ে যুবভারতীতে তাণ্ডব চালালেন বহু সমর্থক। প্রথমে উড়ে এল শয়ে শয়ে জলের বোতল। এমনকি চেয়ার ভাঙারও অভিযোগ উঠেছে সমর্থকদের বিরুদ্ধে। এমন পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়ে নিলেন ফুটবল-তারকার কাছে। সমাজমাধ্যমে পোস্ট করে জানালেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার সকালে যে ‘অব্যবস্থা’ হয়েছে, তার জন্য তিনি ‘স্তম্ভিত এবং বিচলিত’। এই ঘটনায় তদন্ত কমিটি গড়েছেন তিনি। তদন্তে নেতৃত্বে দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি। সকল ক্রীড়াপ্রেমীর কাছেও ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী এক্স অ্যাকাউন্টে লেখেন, ‘‘সল্টলেক স্টেডিয়াম শনিবার যে অব্যবস্থা দেখা গেল, তাতে আমি বিচলিত এবং স্তম্ভিত।’’ তারপরেই তিনি জানান, মেসিকে একঝলক দেখার জন্য মাঠে যখন হাজার হাজার দর্শকের জমায়েত হয়েছিল, তখন তিনিও সেই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সূত্রের খবর, বিশৃঙ্খলার খবর মেলার পরে মাঝপথ থেকে ফিরে যেতে হয় মমতাকে। এরপরেই নিজের পোস্টে মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে নেন মেসির কাছে। তিনি লেখেন, ‘‘এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিয়োনেল মেসি, সকল ক্রীড়াপ্রেমী এবং তাঁর ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী।’’মুখ্যমন্ত্রী এক্স অ্যাকাউন্টে লেখেন, ‘‘সল্টলেক স্টেডিয়াম শনিবার যে অব্যবস্থা দেখা গেল, তাতে আমি বিচলিত এবং স্তম্ভিত।’’ তারপরেই তিনি জানান, মেসিকে একঝলক দেখার জন্য মাঠে যখন হাজার হাজার দর্শকের জমায়েত হয়েছিল, তখন তিনিও সেই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সূত্রের খবর, বিশৃঙ্খলার খবর মেলার পরে মাঝপথ থেকে ফিরে যেতে হয় মমতাকে। এর পরেই নিজের পোস্টে মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে নেন মেসির কাছে। তিনি লেখেন, ‘‘এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিয়োনেল মেসি, সকল ক্রীড়াপ্রেমী এবং তাঁর ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী।’’এর পরেই মমতা জানান, এই ‘বিশৃঙ্খলা’-র তদন্তের জন্য কমিটি গঠন করেছেন তিনি। কমিটির নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। কমিটিতে থাকবেন মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব, স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক বিভাগ। তিনি লেখেন, ‘‘এই ঘটনায় বিশদ অনুসন্ধান করবে কমিটি। যাঁরা দায়ী, তাদের চিহ্নিত করা হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সুপারিশ করবে।’’ এরপরে আরও একবার সকল ক্রীড়াপ্রেমীর কাছে ক্ষমা চেয়ে নেন মমতা।
Hindustan TV Bangla Bengali News Portal