প্রসেনজিৎ ধর, কলকাতা :- কসবা,পর্ণশ্রীতে বসে আমেরিকায় ফোন করে প্রতারণার অভিযোগ উঠল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কম্পিউটার বা ল্যাপটপে অ্যান্টিভাইরাস আপলোড করার নামে গোপন তথ্য জেনে ডলার হাতিয়ে নেওয়া হয়েছে। বেআইনি কলসেন্টার চালানোর অভিযোগে অভিযান চালিয়ে কলকাতা পুলিশের অপরাধ দমন শাখার গোয়েন্দারা সাতজনকে গ্রেপ্তার করল। কসবা থেকে এক জন এবং পর্ণশ্রী থেকে সাত জন গ্রেফতার হয়েছেন। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম নরিমান জোশি, সুব্রত পাত্র, পি বালা কৃষ্ণা রেড্ডি, সাদাব আলি, শুভম জোশি, লবসাং দোরজে, স্বরূপকুমার মাইতি। পর্ণশ্রীর জেলেপাড়ায় বাড়ি পি বালাকৃষ্ণার। সুব্রত, শুভম, নরিমান, লোবসাং একবালপুরের বাসিন্দা। তোপসিয়ার বাড়ি সাদাবের। শুক্রবার রাতে গোয়েন্দারা ওই এলাকায় গিয়ে ওই বাড়িতে হানা দেন। ওই বাড়ির একতলায় ওই ভুয়ো কলসেন্টার চলছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুয়ো নথিপত্র দেখিয়ে সংস্থা তৈরি হয়েছিল। অ্যান্টিভাইরাস কোম্পানির কর্মী হিসেবে পরিচয় দিয়ে আমেরিকার বিভিন্ন নাগরিকদের ফোন করা হত|রিমোট অ্যাক্সেসের মাধ্যমে ওইসব বিদেশিদের ফোন বা অন্য ডিজিটাল ডিভাইস নিজেদের কব্জায় নিতে আসা হত | এরপরেই ওইসব ব্যক্তিদের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ ডলার হাতিয়ে নেওয়া হত বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে হানা দিয়েছিল। ধৃতদের থেকে পাঁচটি ল্যাপটপ, দুটি ওয়াইফাই, ছটি মোবাইল ফোন, চারটি হেডফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের জেরা করে আরও তথ্য পেতে চাইছে পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal