নিজস্ব সংবাদদাতা :-গত ২৪ ঘণ্টার মধ্যে মালদহে এসআইআর আতঙ্কে দুই ব্যক্তির মৃত্যুর অভিযোগ। এবার গলায় ফাঁস লাগানো অবস্থায় ৫২ বছরের এক ব্যক্তির দেহ উদ্ধার করলেন স্থানীয়েরা। শনিবার ভোরে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বালুভোরট গ্রামের ঘটনায় শোরগোল শুরু হয়েছে।মৃতের নাম আবুল কালাম। এনুমারেশন ফর্মফিলাপ করতে পারেননি তিনি! অভিযোগ, ডিটেনশন ক্যাম্পের ভয় দেখাতেন প্রতিবেশীদের কেউ কেউ। সেজন্য ডিটেনশন ক্যাম্পের আতঙ্ক তাঁকে তাড়া করছিল বলে অভিযোগ। নিজের বাড়িতেই এদিন সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়।স্থানীয় সূত্রে খবর, ৫২ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মসূত্রে তিনি দীর্ঘদিন জয়পুরে থেকেছেন। সেখানে কোনও একটি হোটেলে কাজ করতেন। তবে অবিবাহিত আবুল কালাম সেই কাজ ছেড়ে জয়পুর থেকে মালদহের গ্রামের বাড়িতে এসে থাকছিলেন। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। এলাকার অন্যান্যরা এনুমারেশন ফর্ম পেলেও তিনি পাননি| জানা গিয়েছে, ওই ব্যক্তির ভোটার, আধার কার্ড ছিল না। শুধু তাই নয়, ২০০২ সালের ভোটার তালিকাতেও তাঁর বাবা-মায়ের নাম ছিল না | জানা যাচ্ছে, বছরখানেক ধরে বাড়িতেই ছিলেন আবুল। তাঁর কাছে ভোটার কার্ড এবং আধার কার্ড ছিল না। তাই এসআইআর ফর্ম পূরণ করতে পারেননি। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর বাবা-মায়ের নামও ছিল না। ওই নিয়ে আতঙ্কে ভুগছিলেন তিনি। পরিচিত কয়েক জন আবুলকে ভয় দেখান, ডিটেনশন ক্যাম্প কিংবা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে তাঁকে। মনে করা হচ্ছে, ওই ভয়েই আত্মহত্যা করেছেন আবুল।
Hindustan TV Bangla Bengali News Portal