Breaking News

এয়ারপোর্ট থেকে এবার এক মেট্রোয় শহিদ ক্ষুদিরাম!জেনে নিন নতুন সময়সূচি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার এক মেট্রোয় যাওয়া যাবে জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম। নোয়াপাড়া হয়ে এই মেট্রো ছুটবে। শনিবার মেট্রো যাত্রীদের জন্য সুখবর শোনালেন কর্তৃপক্ষ। ১৫ ডিসেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা শুরু হতে চলেছে বলে ঘোষণা করা হয়েছে।বিশেষ করে সকাল ও সন্ধের ব্যস্ত সময়ে বিমানবন্দরমুখী এবং বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী যাত্রীদের জন্য এই পরিষেবা অত্যন্ত উপকারী হবে। এতদিন জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে দক্ষিণ কলকাতা বা শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত যেতে হলে নোয়াপাড়া স্টেশনে ট্রেন বদল করতে হতো। নতুন এই ব্যবস্থায় সেই ভোগান্তি অনেকটাই কমবে। মেট্রো সূত্রে জানানো হয়েছে, সোমবার থেকে শুক্রবার, এই পাঁচ কর্মদিবসে প্রতিদিন দুটি সরাসরি মেট্রো পরিষেবা চালু থাকবে। একটি পরিষেবা থাকবে সকালের ব্যস্ত সময়ে এবং অন্যটি সন্ধেয় দিনের শেষ দিকে। প্রথম সরাসরি মেট্রোটি জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে ছাড়বে সকাল ৯টা ৩৬ মিনিটে। দ্বিতীয়টি ছাড়বে রাত ৯টা নাগাদ।এই দুটি মেট্রো পরিষেবায় যাত্রীরা নোয়াপাড়া স্টেশনে ট্রেন না বদলিয়েই শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত পৌঁছতে পারবেন। ফলে এসপ্ল্যানেড, কালীঘাট, মহানায়ক উত্তম কুমার বা শহীদ ক্ষুদিরাম সংলগ্ন এলাকায় যাতায়াত আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে। অফিসযাত্রী, পড়ুয়া, ব্যবসায়ী থেকে শুরু করে বিমানযাত্রী, সব শ্রেণির মানুষেরই সময় বাঁচবে বলে আশা করা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের মতে, এই পরীক্ষামূলক পরিষেবার মাধ্যমে যাত্রীদের প্রতিক্রিয়া এবং ব্যবহারিক দিকগুলি খতিয়ে দেখা হবে। যাত্রীদের কাছ থেকে ভালো সাড়া মিললে ভবিষ্যতে পরিষেবার সংখ্যা বাড়ানো বা স্থায়ীভাবে চালুর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *