Breaking News

আচার্য হচ্ছেন না মুখ্যমন্ত্রী!রাজ্যের দুই সংশোধনী বিলে সম্মতি দিলেন না রাষ্ট্রপতি

দেবরীনা মণ্ডল সাহা :- রাজ্যের বিশ্ববিদ্যালয় সংক্রান্ত দুই সংশোধনী বিলে সম্মতি দিলেন না রাষ্ট্রপতি। রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারত, এমন দুটি সংশোধনী বিলে সম্মতি দিলেন না রাষ্ট্রপতি। পশ্চিমবঙ্গের রাজ্য-সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলর সংক্রান্ত ক্ষমতা বদলের প্রস্তাব থাকা ওই বিলগুলি রাষ্ট্রপতির অনুমোদন না পাওয়ায় আপাতত কার্যকর হচ্ছে না।রাজভবন সূত্রে জানা গিয়েছে, গত ২০ এপ্রিল ২০২৪ পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধনী) বিল ২০২২, রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রেখেছিলেন রাজ্যপাল। ওই বিলে রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির আচার্যের পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাব ছিল। একই দিনে আলিয়া বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল ২০২২,-ও রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রাখা হয়। ওই বিলেও আলিয়া বিশ্ববিদ্যালয়ের আমির-ই-জামিয়া (চ্যান্সেলর) পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে নিয়োগের প্রস্তাব ছিল। তবে রাষ্ট্রপতি সেই বিলে সই করেননি।একই দিনে আলিয়া বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল, ২০২২-ও রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রাখা হয়। ওই বিলেও আলিয়া বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে নিয়োগের প্রস্তাব ছিল। উল্লেখ্য, বর্তমানে রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মূল আইনে স্পষ্টভাবে বলা রয়েছে— “রাজ্যপাল তাঁর পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হবেন।” এই প্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতি উক্ত দুই সংশোধনী বিলে সম্মতি প্রদান থেকে বিরত থাকলেন বলে জানানো হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *