প্রসেনজিৎ ধর, কলকাতা :- যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার জল গড়াল হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলার জন্য আবেদন করেছেন আইনজীবী বিল্বদল ভট্টাচাৰ্য। আগামীকাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে| আবেদন গ্রহণ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল মামলাটি দায়েরের অনুমতি দেন। পরে আরও একটি মামলা হয়েছে আদালতে। মামলাকারীর নাম মৈনাক ঘোষাল। আদালতের নজরদারিতে তদন্তের আর্জি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে দর্শকদের টিকিটের অর্থ ফেরত দেওয়ার উচিত বলেও জানিয়েছেন। আর্থিক তছরুপের কথা উল্লেখ করে ইডি ও সিবিআইয়ের তদন্তের আবেদন জানিয়েছেন মামলাকারী। দাবি, স্টেডিয়ামের ক্ষয়ক্ষতির অর্থও প্রদান করতে হবে আয়োজক সংস্থাকে। গত ১৩ ডিসেম্বর যুবভারতী স্টেডিয়ামে মেসির সফরের দিন পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায়। নির্ধারিত সময়ে মেসি মাঠে প্রবেশ করলেও তাঁকে ঘিরে ভিআইপি-দের ভিড় এতটাই বেশি ছিল যে সাধারণ দর্শকরা তাঁকে স্পষ্টভাবে দেখতে পাননি। দামী টিকিট থাকা সত্ত্বেও প্রিয় ফুটবলারের ঝলক না পেয়ে দর্শকদের ক্ষোভ বিক্ষোভে পরিণত হয়। এক পর্যায়ে উন্মত্ত জনতা মাঠে ঢুকে পড়ে, শুরু হয় ভাঙচুর। চেয়ার ভাঙা, জলের বোতল ছোড়া, ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলার মতো ঘটনা ঘটে।এই ঘটনায় ইতিমধ্যেই হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়কে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির বৈধতারও কিন্তু এই দুটি মামলায় চ্যালেঞ্জ করা হয়েছে। সেখানে একেবারে স্পষ্টভাবে বলা হয়েছে যে, এইভাবে একেবারে তাড়াহুড়ো করে, কমিটি ঘটন করা হয়েছে, সেই কমিটির কার্যত কোনও বৈধতা নেই। এবং এই কমিটির ভূমিকা নিয়েও, তাঁরা কিন্তু সন্দিহান। সবমিলিয়ে তারা চাইছেন, কলকাতা হাইকোর্ট এই গোটা বিষয়টার ক্ষেত্রে পদক্ষেপ করুক।
Hindustan TV Bangla Bengali News Portal