নিজস্ব সংবাদদাতা:- লিওনেল মেসির কলকাতা সফরের বিশৃঙ্খলা নিয়ে তুঙ্গে চর্চা। এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা থেকে বললেন , ছাব্বিশে বিজেপি ক্ষমতায় এলে ফের কলকাতায় আসবেন মেসি। তিনি বলেন, “যদি হায়দরাবাদ-মুম্বই পারে, আমরাও পারব।”রবিবার উত্তর ২৪ পরগনার লেনিনগড়ে সভা ছিল বিরোধী দলনেতার। সেখান থেকে শুভেন্দু অধিকারী বলেন, “আনুন বিজেপিকে। হায়দরাবাদ যদি পারে, দেবেন্দ্র ফড়ণবিশ যদি পারেন, রেখা গুপ্তা দিল্লিতে যদি পারে, তাহলে আগামী দিনে বিজেপি এলে আমরা মেসিকে নিয়ে আসব। কী করে খেলা করতে হয় হায়দরাবাদ, মুম্বই, দিল্লির মতো আমরাই দেখাব। যদি, চন্দ্রবাবু নাইডু পারেন, রেখা গুপ্তা আর দেবেন্দ্র ফড়ণবিশ যদি পারেন আগামী দিনে বিজেপির মুখ্যমন্ত্রীরাও পারবেন। ভরসা রাখুন।”শুভেন্দুর এই মন্তব্যকে যদিও গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের কটাক্ষ, “যা হয়েছে তা নিন্দনীয়। তদন্ত শুরু করা হয়েছে। কিন্তু শুভেন্দুবাবু কি ভাবছেন, যে উনি মেসিকে পকেটে রাখেন? ওনাকে মণ্ডল সভাপতি মনে করেন? ইচ্ছে হলেই নিয়ে আসবেন! আসলে শুভেন্দুবাবু দুনিয়া সম্পর্কে জানেন না। কীভাবে এই ধরনের ট্যুর আয়োজন করা হয় সেটাও জানেন না। সেই কারণেই এই ধরনের কথা বলছেন।”
Hindustan TV Bangla Bengali News Portal