দেবরীনা মণ্ডল সাহা :- গঙ্গাসাগর মেলা নির্বিঘ্নে করার জন্য একাধিক মন্ত্রীদের দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলা নির্বিঘ্নে পরিচালনার জন্য দায়িত্ব পেয়েছেন, বেচারাম মান্না, পুলক রায়,সুজিত বসু, ববি হাকিম, অরূপ বিশ্বাস, স্নেহাশীষ চক্রবর্তী, মানস ভুইয়ারা।সোমবার নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল গঙ্গাসাগর মেলা নিয়েই বৈঠক হওয়ার কথা ছিল এদিন। আর সেই বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী সহ রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা। সেই বৈঠকেই ‘ভিআইপি কালচার’ নিয়ে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন বলে সূত্রের খবর। প্রতিবছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সাগরদ্বীপে অনুষ্ঠিত হয় গঙ্গাসাগর মেলা। এই মেলা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তরা জড়ো হন গঙ্গাসাগরে। সংক্রান্তিতে পুণ্যস্নান সেরে ফেরেন তাঁরা। স্বাভাবিকভাবেই রাজ্যের তরফে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় মেলা প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকা। আগামী জানুয়ারির গঙ্গাসাগর মেলা নিয়ে সোমবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি সাফ বলেন, ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিতে হবে পুলিশকে। ১২ জানুয়ারি মন্ত্রীরা পৌঁছে যাবেন মেলা প্রাঙ্গন পরিদর্শনে। ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। ১২ জানুয়ারি মেলায় পৌঁছে যাবেন মন্ত্রীরা। সাড়ে তিন হাজার ভলান্টিয়ারকে ট্রেনিং দিয়ে পাঠানো হবে। পুণ্যার্থীদের হাতে রিস্ট ব্যান্ড এবং আইডি কার্ড দেওয়া হবে। সব পুণ্যার্থীদের ইনস্যুরেন্স থাকবে| ড্রোন-সিসিটিভিতে নজরদারি চলবে। ২৫০০ বাস যাবে সাগরে। ২৫০টি লঞ্চ ও ২১ টি জেটির ব্যবস্থা থাকছে।জানা গিয়েছে, এবার দর্শনার্থীদের সুবিধায় মেলা চত্বরে থাকবেন সাড়ে তিন হাজার ভলান্টিয়ার। প্রত্যেক পূণ্যার্থীর হাতে থাকবে বিশেষ ব্যান্ড ও আইডি কার্ড। প্রত্যেকে ইনসিওরেন্সের আওতায় থাকবেন। আগামী বছরের শুরুতেই, জানুয়ারি মাসে সংক্রান্তির দিন প্রতিবারের মতো এবারও গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে, সেই নিয়েই ছিল বৈঠক। সূত্রের খবর, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার বার্তা দিয়েছেন, “কোনও ভিআইপি কালচার চলবে না। ভিআইপি-দের জন্য যেন সাধারণ পুণ্যার্থীদের কোনওরকম সমস্যা না হয়।”
Hindustan TV Bangla Bengali News Portal