প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্য সরকার পোষিত সব কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদের ফ্যামিলি পেনশন নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তর। ওই কলেজগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য চালু থাকা ফ্যামিলি পেনশনের পরিধি আরও বাড়ল। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে উচ্চ শিক্ষা দফতর এই বিষয়টি জানিয়েছে। এখন থেকে সরকার পোষিত কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদের শারীরিক ভাবে প্রতিবন্ধী এবং মানসিকভাবে অসুস্থ সন্তানও ফ্যামিলি পেনশনের আওতায় এলেন। যা এতদিন ছিল না।
গত বছর রাজ্যের তরফে ঘোষণা করা হয়, ফ্যামিলি পেনশনে আওতায় আনা হচ্ছে চাকুরিরতের অবিবাহিত, বিধবা অথবা ডিভোর্সি মেয়েকে। সেক্ষেত্রে বয়সসীমা ২৫ বছর। এবার পেনশনের পরিধি আরও বাড়াল রাজ্য। গত ৮ ডিসেম্বর উচ্চ শিক্ষা দপ্তরের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে, ছেলে বা মেয়ে যাই হোক না কেন সন্তান যদি বিশেষক্ষমতা সম্পন্ন অর্থাৎ ২৫ বছরের পরও উপার্জনক্ষম না হয় তাঁরাও পাবে বাবা অথবা মায়ের পেনশন।
প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মীদের পেনশনের পরিমাণ নির্ভর করে বেতন ও চাকরির বয়সের উপর। তবে পেনশনের সুবিধা পাওয়ার জন্য চাকরির বয়স ১০ বছরের বেশি হওয়া আবশ্যক। অন্যথায় কর্মীরা পেনশনের আওতায় আসেন না। যদি সরকারি পোষিত কলেজের কোনও শিক্ষক বা শিক্ষাকর্মীর মানসিক বা শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষম কোনও সন্তান থাকেন এবং আরও একজন অবিবাহিত, ডিভোর্সি বা বিধবা কন্যা থেকে থাকেন। তাহলে পেনশনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বিশেষভাবে সক্ষম সন্তান।
Hindustan TV Bangla Bengali News Portal