Breaking News

ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা অরূপ বিশ্বাসের !তদন্ত চলাকালীন ক্রীড়া দফতরের দায়িত্বে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অরূপ বিশ্বাস | যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসি-র অনুষ্ঠান ঘিরে যে বিশৃঙ্খলা দেখা দেয়, সেই নিয়ে গোড়া থেকেই তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল | সেই আবহেই এমন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে | তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহত অরূপ বিশ্বাসকে | আপাতত ক্রীড়া দফতরের দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী নিজেই |অরূপ ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের পাশাপাশি রাজ্যের বিদ্যুৎ দফতরেরও মন্ত্রী। তবে অব্যাহতি চেয়েছেন শুধু ক্রীড়া দফতর থেকে। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়ে গেলেও মন্ত্রিসভায় থাকছেন অরূপ। চিঠিতে তিনি লেখেন, যুবভারতীর ঘটনায় মমতা যে তদন্ত কমিটি গড়েছেন, তা যাতে ‘নিরপেক্ষ ভাবে’ অনুসন্ধান করতে পারে, তাই তিনি পদ থেকে অব্যাহতি চান। মঙ্গলবার অরূপের ইস্তফাপত্র প্রকাশ করেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। চিঠিতে সোমবারের তারিখ (১৫ ডিসেম্বর) উল্লেখ করা ছিল। অরূপ দফতর থেকে ইস্তফা দিতে চাওয়ার পরেই ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের উচ্চপদস্থ কর্তাদের নবান্নে তলব করা হয়। মঙ্গলবার দুপুরে তাঁরা সেখানে পৌঁছেও যান। তারপরেই ক্রীড়া দফতর সূত্রে জানা যায়, অরূপের ইস্তফাপত্র গৃহীত হয়েছে। উল্লেখ্য, ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে আসেন লিওনেল মেসি। সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি পল। কিন্তু হাজার হাজার টাকা দিয়েও দর্শকরা মেসিকে দেখতে পারেননি বলে অভিযোগ। আর্জেন্টাইন মহাতারকা মাঠ ছাড়তেই গ্যালারি থেকে বোতল ছোড়া হয়, ভেঙে ফেলা হয় ব্যানার। তারপর ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় উন্মত্ত জনতা। মেসির সঙ্গে যুবভারতীতে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অব্যবস্থার অভিযোগে ইতিমধ্যে মূল আয়োজক শতদ্রু দত্তের ইতিমধ্যে ১৪ দিনের পুলিশ হেফাজত হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *