দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এসআইআর-এর শুরু থেকেই রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা আসনগুলিতে কত নাম বাদ পড়ল, তা নিয়ে বিস্তর চর্চা হয়েছে। আজ মঙ্গলবার বাংলায় প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, বাদ পড়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম। বুথভিত্তিক এই পরিসংখ্যান দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের নির্ধারিত দুটি ওয়েবসাইটে। আর তাতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে বাদ পড়েছেন প্রায় ৪৫ হাজার ভোটার। এবার প্রথম খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর নিজের বাসভবনেই জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় |খসড়া তালিকা থেকে দেখা গিয়েছে, ভবানীপুর অর্থাৎ মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্রে নাম বাদ পড়েছে ৪৪, ৭৭০ জনের। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মিত্র ইনস্টিটিউশন অর্থাৎ ২০৭ নম্বর বুথটি। এটি মুখ্যমন্ত্রীর নিজের বুথ। তিনি এখানেই ভোট দেন। সেখান থেকে ১২৭ জন ভোটারের নাম বাদ পড়েছে। এদিন প্রথমে নাম বাদের একটি তালিকা প্রকাশ করা হয়, তারপরই খসড়া তালিকা প্রকাশিত হয়। তারপরেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। মনে করা হচ্ছে, কাদের নাম বাদ পড়ল, তা খতিয়ে দেখার জন্য ও নজর রাখার জন্যই বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেখা যায় ৮টি ওয়ার্ডের মধ্যে ৫টিতেই পিছিয়ে ছিল তৃণমূল। কিন্তু এবার নির্বাচনের মুখে এত ভোটারের নাম বাদ যাওয়ায় চিন্তায় পড়েছে শাসক দল।
Hindustan TV Bangla Bengali News Portal