Breaking News

বাদাম ভেবে বিষ ফল খাওয়ায় বিপত্তি!বমি-পেটব্যথা-শ্বাসকষ্ট, হাসপাতালে ভর্তি ১১ জন শিশু

প্রসেনজিৎ ধর :-বাদাম ভেবে বিষ ফল খেয়ে নেওয়ায় বিপত্তি! অসুস্থ ১১ শিশু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে। অসুস্থরা সকলেই ভর্তি ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে। সেখানে চিকিৎসা চলছে তাদের।স্থানীয় সূত্রে খবর, সোমবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার বলদেবপুর গ্রামের ১১ জন শিশু রাস্তার পাশের মাঠে খেলছিল। তখনই তাদের চোখ পড়ে রাস্তার পাশের গাছে। ওই গাছ থেকে ফল পেড়ে টপাটপ খেয়ে ফেলে তারা। তার পরেই বমি, পেটব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হয় তাদের।শিশুদের শারীরিক অবস্থার অবনতি দেখে পরিবারের লোকেরা আতঙ্কিত হয়ে পড়েন। তাদের নিয়ে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর পরিস্থিতির গুরুত্ব বুঝে রাতেই চিকিৎসকেরা ১১ জন শিশুকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে পাঠান। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে শিশুদের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।হাসপাতাল সূত্রে খবর, বিষ ফল খেয়ে নেওয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছে সকলে। শিশুরা আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উৎকণ্ঠায় পরিবার। তবে সকলেই বিপন্মুক্ত বলেই হাসপাতাল সূত্রে খবর। স্থানীয়দের দাবি, রাস্তার ধারে থাকা বিষাক্ত গাছগুলি দ্রুত অপসারণ করা দরকার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *