দেবরীনা মণ্ডল সাহা :- বাংলার ‘বিকাশে’র জন্য টাকার অভাব হবে না। বিজেপিকে একবার সুযোগ দিলে দ্রুত গতিতে উন্নয়ন হবে। তাহেরপুরে সভায় অডিওবার্তা প্রধানমন্ত্রীর। পালটা দিয়ে তৃণমূল কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছে।খারাপ আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে তাহেরপুরে নামতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হেলিকপ্টার। নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁকে কলকাতায় ফিরিয়ে আনা হয়।এরপর পরিস্থিতি পর্যালোচনা করে নিরাপত্তা এবং পরবর্তী কর্মসূচির সময়সূচি বিবেচনায় ভার্চুয়াল সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্য জানান, কুয়াশার কারণে প্রধানমন্ত্রীর চপার তাহেরপুরে অবতরণ করতে পারেনি। সেই কারণেই প্রধানমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করেন।অনলাইনে সভার শুরুতেই বাংলার মানুষকে সম্ভাষণ জানিয়ে দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি শুরুতেই বলেন, “জয় নিতাই। বড়রা প্রণাম নেবেন। সকলকে শুভেচ্ছা। খারাপ আবহাওয়ার কারণে আমি সরাসরি পৌঁছোতে পারিনি, তার জন্য ক্ষমাপ্রার্থী।” কৃষ্ণনগর লোকাল দুর্ঘটনায় বিজেপি কর্মীদের মৃত্যুতেও শোকপ্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে, “যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই এবং যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি।”রাজ্য বিজেপির আশা ছিল মতুয়া সমাজে তৈরি হওয়া ‘এসআইআর-উদ্বেগ’ নিয়ে বার্তা দেবেন প্রধানমন্ত্রী। কিন্তু মোদীর সংক্ষিপ্ত ভাষণে সে প্রসঙ্গে কোনও আশ্বাসবাণী শোনা যায়নি। মতুয়া প্রসঙ্গে মোদী শুধু বলেছেন, ‘‘সমাজকল্যাণের ভাবনাকে মতুয়া সমাজ চিরকাল এগিয়ে নিয়ে গিয়েছে। হরিচাঁদ ঠাকুর কর্মের মর্ম দেখিয়েছিলেন, গুরুচাঁদ ঠাকুর কলম ধরিয়েছিলেন, বড়মা মাতৃত্ব বর্ষণ করেছেন। তাঁদের প্রত্যেককে আমার প্রণাম।’’ আর বলেছেন, ‘‘যাঁরা আমাদের নিজেদের মানুষ, যাঁরা নির্যাতিত, যাঁরা শরণার্থী, তৃণমূল তাঁদের উপর অত্যাচার করে। সিএএ-র মাধ্যমে আমরা শরণার্থীদের নাগরিকত্ব দিচ্ছি, তৃণমূল মিথ্যা প্রচার করে তাঁদের ভয় দেখাচ্ছে।’’
তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে মোদি বলেন, “তৃণমূল মোদির বিরোধ করতে চাইলে, করুক। বিজেপির বিরোধ করতে চাইলে করুক। কিন্তু রাজ্যের উন্নয়ন কেন আটকাছে।” এরপরই তিনি বলেন, “একবার সুযোগ দিন, বাংলার উন্নয়নে অর্থ বাধা হবে না। দ্রুত উন্নয়ন হবে।” প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরই বিজেপি ও নরেন্দ্র মোদিকে বিঁধেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “প্রধানমন্ত্রী আপনি খালি হাতে এসেছেন। বাংলার টাকার আটকে রেখেছে কেন্দ্র। তৃণমূলের বিরোধিতা করুন, কিন্তু বাংলার বিরোধিতা করবেন না। বাংলার মানুষকে ভাতে মারছেন। মোদি মূল সমস্যাগুলি এড়িয়ে গিয়েছেন।”
Hindustan TV Bangla Bengali News Portal