প্রসেনজিৎ ধর:- বন্ধ ঘর থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হল। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল হাওড়ায়। শনিবার সকালে চ্যাটার্জিহাটের কাশীনাথ চ্যাটার্জি লেনের একটি বাড়ির ঘর থেকে ওই ব্যক্তির দেহ পাওয়া যায়। মৃত ওই প্রৌঢ়ের নাম জয়ন্ত চৌধুরী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গত এক সপ্তাহ ধরে তাঁকে এলাকায় দেখা যায়নি বলে প্রাথমিক খবর।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন-চার দিন ধরে জয়ন্তকে বাড়ির বাইরে বার হতে না দেখে প্রতিবেশীরা থানায় খবর দেন। পুলিশ এসে স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভাঙে। দেখে, ঘরে বিছানার উপরে পড়ে রয়েছে দেহ। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।
প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, জয়ন্ত বিমা সংস্থায় কাজ করতেন। ২০২০ সাল থেকে নিমতলা এলাকায় ওই বাড়িতে একাই থাকতেন তিনি। ১৫ বছর আগে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। তাঁর স্ত্রী ও কন্যাসন্তান কলকাতার নেতাজিনগরে থাকেন। জয়ন্তের বাবার মৃত্যুর পরে মাকে দিদির বাড়িতে রাখা হয়েছিল। সেখানেই মা থাকেন।
পুলিশ জানায়, ২০২০ সাল থেকে কাশীনাথ চ্যার্টাজি লেনের নিমতলা এলাকার ওই বাড়িতে একাই থাকতেন জয়ন্ত। বছর ১৫ আগে বিবাহবিচ্ছেদের পর ওই ব্যক্তির স্ত্রী ও কন্যা কলকাতার নেতাজি নগরে আলাদা থাকেন। জয়ন্তের বাবার মৃত্যুর পর মা তাঁর দিদির বাড়িতে থাকতেন। তিনি বীমা সংস্থায় কাজ করতেন। পাড়ার লোকজনের সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না। পুলিশ জানায়, দেহটি উদ্ধারের পর পরিবারের লোকজনদের খবর দেওয়া হলেও কেউ দেহ নিতে রাজি হননি। সন্ধ্যা পর্যন্ত জয়ন্তর দেহ নেয়নি তাঁর পরিবারের লোকেরা। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ মনে করছে, পরিবার থেকে বিচ্ছিন্ন ওই ব্যক্তি অসুস্থ হয়ে মারা গিয়েছেন।
Hindustan TV Bangla Bengali News Portal