দেবরীনা মণ্ডল সাহা:- সোদপুরের একটি আবাসন থেকে উদ্ধার হল দুই বোনের দেহ। তাঁরা পানিহাটির ৩ নম্বর ওয়ার্ডের হরিশচন্দ্র দত্ত রোডের বাসিন্দা। আত্মহত্যা নাকি খুন? ঘনাচ্ছে রহস্য। দুই বোন সবিতা দত্ত চট্টোপাধ্যায় (৬১) এবং কণিকা দত্ত (৫৭) দীর্ঘদিন ধরে এই ফ্ল্যাটে থাকতেন। এদিন সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দা থানার পুলিশ। দুই বোনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।সোদপুরের হরিশচন্দ্র দত্ত রোডের একটি আবাসনের একতলা থেকে দুই বোনের দেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে খবর, ফ্ল্যাটে ওই দুই বোন ছাড়া আর কেউ থাকতেন না। প্রতিবেশীরা জানিয়েছেন, ওই পরিবারের আর্থিক কোনও সংস্থান ছিল না। খাওয়ার টাকাও জুটত না তাঁদের।প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, দীর্ঘ দিন অনাহারে থাকার কারণেই মৃত্যু হয়েছে দুই বোনের। ময়নাতদন্তের জন্য দু’জনের দেহ পাঠানো হয়েছে। রিপোর্ট এলে স্পষ্ট হবে মৃত্যুর কারণ।মৃতা দুই বোনের ভাইঝি পায়েল দত্ত জানান, বড় পিসেমশাইয়ের মৃত্যুর পর থেকে বেশ সমস্যায় ছিলেন তাঁর দুই পিসি। তবে কারও সঙ্গে বিশেষ যোগাযোগ রাখতেন না তাঁরা। পরিবারের তরফে কেউ কোনও সাহায্য করতে চাইলেও নিতেন না। মানসিকভাবে দুজনেই খুব বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। দুদিন তাঁদের খোঁজ না পেয়ে এক বৌদি দেখা করতে এসেছিলেন। বারবার ডাকাডাকি করেও তাদের সাড়া না মেলায় দরজায় ধাক্কায় দেন। দরজা খুলে যায়। তখন দুজনকে দুই ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন।
Hindustan TV Bangla Bengali News Portal