Breaking News

বড়দিনের বড় উপহার মেট্রোর! ব্লু ও গ্রিন লাইনে বেশি রাত পর্যন্ত মিলবে পরিষেবা,দেখে নিন সময়সূচী

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আর মাত্র একটা দিনের অপেক্ষা। তারপরই পালিত হবে বড়দিন। ইতিমধ্যে শহর সেজে উঠেছে রঙিন আলোয়। এইসময় এই আলো দেখতে অনেকেই ভিড় করেন পার্কস্ট্রিটে।আগামী ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার বেশি রাত পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা। ব্লু ও গ্রিন লাইনে রাত প্রায় সাড়ে ১০ টা পর্যন্ত চলবে মেট্রো। সোমবার বিজ্ঞপ্তি জারি করে সময়সূচি জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ, | বড়দিনে শহরের পথে বাড়তি জনসমাগমের কথা মাথায় রেখে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত বেশি রাত পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে | ২৫ তারিখে যাত্রীদের সুবিধার জন্য মেট্রো ব্লু লাইনে গভীর রাত পর্যন্ত পরিষেবা চালাবে| সেদিন শহীদ ক্ষুদিরাম থেকে শেষ পরিষেবাটি রাত ২২:৩০ মিনিটে এবং দক্ষিণেশ্বর থেকে শেষ পরিষেবাটি রাত ২২:২৩ মিনিটে ছাড়বে| সেদিন এই করিডোরে ১৪:৪০ থেকে ২০:৩০ পর্যন্ত ৭ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা চালানো হবে | সেদিন ব্লু লাইনে মেট্রো পরিষেবা সকাল ০৬:৫০ থেকে শুরু হবে, যা একটি ছুটির দিন এবং এই করিডোরের পুরো পথে ২৭২টি পরিষেবার পরিবর্তে ২২৪টি পরিষেবা (১১২টি আপ এবং ১১২টি ডাউন) চালানো হবে | রাত ২২:২৩ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত (২১:২৮ মিনিটের পরিবর্তে) | রাত ২২:২০ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (২১:৩৩ মিনিটের পরিবর্তে)| রাত ২২:৩০ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত (২১:৪৩ মিনিটের পরিবর্তে)৷ ওই দিন যথারীতি জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া হয়ে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত দুটি সরাসরি মেট্রো পরিষেবা পাওয়া যাবে| গ্রিন লাইনে দৈনিক ২২৮টি পরিষেবার পরিবর্তে মেট্রো সকাল ০৬:৩৯ থেকে রাত ২২:২০ পর্যন্ত ২০১টি পরিষেবা (১০১টি আপ এবং ১০০টি ডাউন) পরিচালনা করবে| ওই দিন এই করিডোরে ১৬:২৫ থেকে ২০:৩০ পর্যন্ত ৬ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা পরিচালিত হবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *