দেবরীনা মণ্ডল সাহা:- গঙ্গাসাগর মেলা ও পুণ্যস্নানের আগে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে নতুন বছরে সাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায । শুধু মেলার প্রস্তুতিই নয়, এই সফরেই বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করবেন তিনি। পুণ্যার্থীদের যাতায়াত থেকে নিরাপত্তা, সব দিকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য প্রশাসন।এখনও পর্যন্ত যে সফরসূচি তাতে ৫ জানুয়ারি তিনি সাগরে পৌঁছবেন। সেখানে পৌঁছেই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করবেন তিনি। ৬ জানুয়ারি কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর। নবান্নের প্রশাসনিক প্রস্তুতি বৈঠক থেকে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, দ্রুত সেতু নির্মাণের আনুষ্ঠানিক সূচনা করা হবে। তিনি যখন সাগরে যাবেন, তখন সেখান থেকেই সেতুর শিলান্যাস করবেন। মুড়িগঙ্গার উপর এই সেতু নির্মাণ হলে তীর্থযাত্রীদের আর ভেসেলের অপেক্ষা করতে হবে না। প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে এই সেতু, ৪ বছরের মধ্যে শেষ হবে সেতুর কাজ। কেন্দ্রীয় সরকার এর জন্য কোনও অর্থ না দিলেও রাজ্য সম্পূর্ণ নিজের খরচে এই সেতু নির্মাণ করছে। মুড়িগঙ্গা নদীর উপর ৪ কিলোমিটার দীর্ঘ হবে এই গঙ্গাসাগর সেতু।আগামী ১৪ জানুয়ারি পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নান হবে। যদিও মেলা শুরু হবে ১০ জানুয়ারি থেকে, চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। এবছর কুম্ভমেলা না থাকায় গতবারের তুলনায় ভিড় আরও বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন। সেই কারণেই আগেভাগেই সমস্ত দফতরকে প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী| মুখ্যমন্ত্রী সাগরে গিয়ে মন্দিরচত্বর ও সংলগ্ন এলাকার ব্যবস্থাপনা, ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা নিজে খতিয়ে দেখবেন বলেও জানা গিয়েছে। নবান্ন সূত্রে খবর, নিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রায় ১৫ হাজার পুলিশ। পাশাপাশি সাড়ে তিন হাজার ভলান্টিয়ারকে প্রশিক্ষণ দিয়ে ভিড় সামলাতে পাঠানো হবে।
Hindustan TV Bangla Bengali News Portal