Breaking News

গ্লেনারিজ নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার! খুলছে বার, পর্যটকদের জন্য সুখবর

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দার্জিলিং মানেই গ্লেনারিজ। পাহাড় সফরে এসে গ্লেনারিজের সামনে দাঁড়িয়ে ছবি তোলা কিংবা সেখানে ব্রেকফাস্ট না করলে যেন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। এমন ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের বারে হঠাৎ তালা ঝুলে পড়ায় পর্যটন শহরে তৈরি হয়েছিল চরম উদ্বেগ। বিশেষ করে বড়দিন ও নববর্ষের আগে, যখন দার্জিলিংয়ে পর্যটকদের ঢল নামার কথা, তখনই এই বন্ধের খবরে ধাক্কা খেয়েছিল গ্লেনারিজ কর্তৃপক্ষ। তবে অবশেষে এল স্বস্তির খবর। বুধবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা গ্লেনারিজ বারের পক্ষে অন্তর্বর্তী নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, বুধবার বিকেল ৫টা থেকে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত গ্লেনারিজের বার খোলা রাখা যাবে। যদিও বিষয়টি এখানেই শেষ নয়, আগামী ৫ জানুয়ারি ফের এই মামলার শুনানি হবে সার্কিট বেঞ্চে।আবগারি বিধি না মানার অভিযোগে গত ৪ ডিসেম্বর গ্লেনারিজ বারের লাইসেন্স সাসপেন্ড করে আবগারি দপ্তর। এরপর ৮ ডিসেম্বর বারটি সিল করে দেওয়া হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয় বার কর্তৃপক্ষ।মামলার শুনানির পর বার কর্তৃপক্ষের আইনজীবী এশা আচার্য জানান, আদালত ১২ জানুয়ারি পর্যন্ত গ্লেনারিজের বার চালু রাখার নির্দেশ দিয়েছে। ফলে বড়দিন ও নতুন বছরের পর্যটন মরসুমে আপাতত স্বস্তি পেল গ্লেনারিজ কর্তৃপক্ষ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *